এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জাতীয় সঙ্গীত অবমাননা করে তীব্র ক্ষোভের মুখে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী! শোরগোল রাজনৈতিক মহলে

জাতীয় সঙ্গীত অবমাননা করে তীব্র ক্ষোভের মুখে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী! শোরগোল রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জাতীয় সঙ্গীতকে আমরা প্রত্যেকসময় সম্মান দিয়ে থাকি। শ্রদ্ধার সহিত জাতীয় সংগীত শোনাটাও একটি অত্যাবশ্যকীয় নিয়মের মধ্যেই পড়ে। যেখানেই জাতীয় সংগীত কানে আসুক না কেন, আমরা প্রত্যেকে উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি নিজেদের শ্রদ্ধা জানাই। জাতীয় সংগীতের মুহূর্তে যেন কোনো বাধা না আসে, তা দেখা হয়। কিন্তু এবার বিতর্ক ছড়ালো রাজনৈতিক মহলে এই জাতীয় সংগীত নিয়ে। সম্প্রতি হাওড়া ময়দানে তৃণমূল নেতা অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, জাতীয় সংগীত চলাকালীন তিনি ফোন বার করে কথা বলে চলেছিলেন একনাগাড়ে।

সম্প্রতি হাওড়া ময়দানে রাজ্য সরকারের তরফ থেকে একটি অনুষ্ঠান করা হয়। যেখানে হাজির ছিলেন প্রধান অতিথি হিসেবে সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে একটি অ্যাপ উদ্বোধন হয় যার মাধ্যমে করোনা নিয়ে প্রশাসনের বিশেষ পরিষেবা মিলবে। এই অ্যাপের মাধ্যমে বিশিষ্ট চিকিৎসকদেরও পরামর্শ মিলবে। অনুষ্ঠান শেষ হবার পর বেজে ওঠে জাতীয় সংগীত। সে সময় সবাই উঠে দাঁড়ান এবং গলা মেলাতে শুরু করেন। আর তখনই মন্ত্রীর ফোনে একটি ফোন আসে বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জাতীয় সংগীতের মধ্যেই তিনি ফোন রিসিভ করে কথা বলেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন একইসঙ্গে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাওড়া পৌরনিগমের কমিশনারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, তিনি কল রিসিভ করে ফোন এর বিপরীতে থাকা ব্যক্তিকে ফোন রাখার কথাই বলেছিলেন। এবং তারপর তার সাথে আর ফোনে কথা হয়নি। যথারীতি এই ঘটনায় তুমুল সমালোচনা শুরু হয়েছে মন্ত্রী অরূপ রায়ের।

অন্যদিকে বিজেপি এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মন্ত্রীর দিকে অভিযোগ তুলেছে যে তিনি জাতীয় সংগীত অবমাননা করেছেন। অন্যদিকে, জাতীয় সংগীত অবমাননার অভিযোগটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তৃনমূলের হেভিওয়েট নেতা অরূপ রায়। তবে বিজেপি যে এত সহজে ছেড়ে দেবে না তা স্পষ্ট। অন্যান্য বিরোধী শিবিরেও শুরু হয়েছে শাসকদলের মন্ত্রীর তীব্র নিন্দা এহেন কাজে। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে যেকোন সূত্রকে ধরে গেরুয়া শিবির আঘাত হানতে চলেছে তৃণমূল শিবিরে। এই ঘটনা বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!