এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব বিজেপি সহ বিরোধীদের চক্রান্ত জানালেন তৃণমূল মহাসচিব

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব বিজেপি সহ বিরোধীদের চক্রান্ত জানালেন তৃণমূল মহাসচিব


পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে যে বিশৃঙ্খলার ছবি উঠে আসছে তা আসলে পূর্ব-পরিকল্পিত ও বিজেপি সহ বিরোধীদের চক্রান্ত। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস করেছে বলে প্রচার চলছে তা সর্বৈব মিথ্যা, উল্টে পাঁচ জন তৃণমূল কর্মী প্রাণ হারিয়েছেন – এমনটাই জানালেন আজ রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু জানান, চক্রান্ত করে ভোটকে বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি, সেই চেষ্টা জারি থেকেছে অতিরিক্ত মনোনয়নের দিনেও। বিজেপি-সহ বিরোধীরা পূর্ব-পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ভোট বানচাল করে দিতে চাইছে, সেই কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি চলছে। বিজেপি এদিন বাইরের রাজ্যে থেকে লোকজন এনে অশান্তির সৃষ্টি করে, বোমা-বন্দুক নিয়ে হামলা চালায়। অশান্তি পাকিয়ে যেন-তেন-প্রকারে রাজ্য দখল করাই ওদের লক্ষ্য। কিন্তু বাংলার মানুষ সেই অভিপ্রায় পূরণ করতে দেবেন না। ভোটের ময়দানে আসুন, তাহলেই প্রমাণ হয়ে যাবে সব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পার্থবাবুর আরও অভিযোগ, কিন্তু বিজেপি ভোটে ময়দানে আসতে ভয় পাচ্ছে, তাই ঘন ঘন কোর্টে গিয়ে ভোট বানচাল করার পরিকল্পনা করার মতলব আঁটছে ওরা। এরই মধ্যে মামলার গেরোয় ১০ দিন নষ্ট করেছে বিরোধীরা। আইনি-জট কাটিয়ে ভোট মামলা নির্বাচন কমিশনে ফেরার পর মনোনয়নের অতিরিক্ত দিনেও ঝামেলা পাকিয়ে ফের আদালতে যেতে চাইছে বিজেপি, কংগ্রেস, সিপিএম। বিজেপি সুপারি কিলার নিয়োগ করে অর্থের বিনিময় রাজ্যে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। সিপিএমের সব কিছু হারিয়েও শিক্ষা হচ্ছে না। আর রাজ্যের কংগ্রেস বিজেপির লেজ ধরে বাঁচতে চাইছে। কিন্তু যারা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারা আর ফিরতে পারবে না। আর আমরা সন্ত্রাস চালাচ্ছি বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সর্বৈব মিথ্যা, তাহলে আমাদের পাঁচজন কর্মী খুন হতেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!