এখন পড়ছেন
হোম > রাজ্য > যুবরাজের নির্দেশ মেনে বিজেপির বিরুদ্ধে একসাথে ধিক্কার মিছিলে তৃণমূলের দুই নেতা

যুবরাজের নির্দেশ মেনে বিজেপির বিরুদ্ধে একসাথে ধিক্কার মিছিলে তৃণমূলের দুই নেতা

পঞ্চায়েত ভোটের আগে দুই নেতার দীর্ঘদিনের বিবাদ মিটে যাওয়ায় আপাতত স্বস্তিতে তৃণমূল কংগ্রেস ৷ খোশমেজাজে বিজেপির বিরুদ্ধে একসাথে ধিক্কার মিছিল করলেন রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি এবং নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব। যতদূর জানা যাচ্ছে রবিবার সড়বড়ি মোড় থেকে মিছিল শুরু হয়ে প্রায় ৪ কিলোমিটারের বেশি পথ হেঁটে পারবেলিয়া বাজার এলাকায় মিছিলটি শেষ হয় ৷ এদিনের মিছিলে যুব তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সুশান্ত মাহাত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুরিতা তুরি সহ ব্লকের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন৷ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শান্তিবাবু ও পূর্ণচন্দ্রবাবুকে এক সঙ্গে কোন মিছিলে দেখা যায়নি। শেষে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দ্বন্দ্ব থামানোর জন্য এবিষয়ে হস্তক্ষেপ করতে হয়। এবং সবশেষে দ্বন্দ্ব থামে এবং এই রবিবার সড়বড়ি মোড় থেকে মিছিল শুরু হয়। এবং এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দুই নেতা বিজেপির বিরুদ্ধে একসাথে ধিক্কার মিছিলে যোগ দেন ৷ অবশ্য এদিন মিছিল শেষে পূর্ণচন্দ্রবাবু এই দ্বন্দ্বের কথা রীতিমত অস্বীকার করেন। তিনি বলেন যাদের চোখে ছানি পড়েছিল তারাই আমাদের দ্বন্দ্ব দেখতে পাচ্ছিল। এলাকায় তৃণমূল কংগ্রেসের কোনও দ্বন্দ্ব আগেও ছিল না আর এখনও নেই। আর শান্তিভূষণবাবু বলেন, দ্বন্দ্ব ছিল এটা ভুল কথা। এরম হলে এই মিছিলের আগে একাধিক জেলা প্রশাসনের অনুষ্ঠানে এবং কর্মসুচিতে আমরা একসঙ্গে উপস্থিত থাকতাম না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!