এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের মমতাকে বাংলায় ফেরত আনতে শুরু প্রশান্ত কিশোরের নতুন কর্মসূচি, জেনে নিন !

ফের মমতাকে বাংলায় ফেরত আনতে শুরু প্রশান্ত কিশোরের নতুন কর্মসূচি, জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূল কে সাফল্যের শিখরে পৌঁছে দিতে বহু পদক্ষেপ নিচ্ছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ইতিপূর্বে ‘দিদিকে বল’, ‘বাংলার গর্ব মমতা’র মতো কর্মসূচির উদ্ভব ঘটিয়েছিলেন তিনি। এবার রাজ্যের তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে টানতে ‘তপশিলি সংলাপ’ নামক এক কর্মসূচির সূচনা হল।মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষদের জন্য যে সমস্ত জনকল্যাণকর যেসব কর্মসূচী ও প্রকল্প রূপায়িত করছে রাজ্য সরকার সেগুলোর বিষয়ে গ্রাম বাংলার মানুষদের বিশদ জানাবে এই কর্মসূচি। আবার গত ২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে শাসক দলের ব্যর্থতার জন্যও এই বিশেষ কর্মসূচির সিদ্ধান্ত শাসক দলের।

এই কর্মসূচির প্রথম প্রচার শুরু হলো আজ হাওড়া জেলায়। গ্রামীণ হাওড়া আমতা বিধানসভা কেন্দ্র থেকে এর প্রচার শুরু হলো। আজ সকালে আমতা-২ ব্লকের উত্তর খালনার সাবগাছতলার তপশিলি এলাকায় এই প্রকল্পের ‘তপশিলি সংলাপ’ নামক এক প্রচারগাড়ির উদ্বোধন করা হলো। এর উদ্বোধন করলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও সেইসঙ্গে তৃণমূলের হাওড়া জেলা মুখপাত্র সুকান্ত কুমার পাল।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমুল আলম,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জন্মেঞ্জয় গুঁই ও বেশকিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ববর্গ। তপশিলি সম্প্রদায়ের মানুষদেরকে আকৃষ্ট করতে মূলত দলের তপশিলি সমাজের নেতারা বিশেষ দায়িত্ব পালন করলেন। এই গাড়ি সঙ্গে নিয়ে বিভিন্ন তপশিলি এলাকায় ঘুরে ঘুরে নেতারা যেমন মানুষের অভাব-অভিযোগ শুনবেন, তেমনি তপশিলি সম্প্রদায় এর জন্য মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূলের মুখপাত্র সুকান্ত কুমার পাল জানালেন, ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য যে সকল জনকল্যাণমুখী প্রকল্প ও বিপুল কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে তার কথা গ্রাম বাংলার মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার কাজ করবে ‘তপশিলি সংলাপ।” অন্যদিকে রাজ্যের বিভিন্ন রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ উঠেছিল। রাজ্যের বিভিন্ন রাস্তার সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী ‘‌পথশ্রী অভিযান’ সূচনা করেন জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে। পুজোর আগেই বেহাল রাস্তার মেরামতের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এবার হাওড়া জেলাতে শুরু হলো ‌পথশ্রী অভিযান। হাওড়া জেলা পরিষদের উদ্যোগে উদয়নারায়ণপুরের সিংটীতে এই কমসূচীর সূচনা হলো। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা সিংটী পঞ্চাননতলা থেকে শাসমল পাড়া ভায়া নারায়ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২.৫ কিমি রাস্তা ও আরও ৪টি গ্রামীণ রাস্তা মেরামতির সূচনা করলেন। হাওড়া জেলা প্রশাসক পক্ষ থেকে জানানো হয়েছে যে, হাওড়া জেলার ১৪টি ব্লকে ৩৩০ টি রাস্তার পুনঃ নির্মাণ ও সংস্কারের কাজ চলবে। আজকের এই অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, উলুবেড়িয়ার মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ বিশিষ্টবর্গ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!