এখন পড়ছেন
হোম > রাজ্য > কংগ্রেসের বিধায়ককে দলে নিতে মামলায় ফাঁসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কংগ্রেসের বিধায়ককে দলে নিতে মামলায় ফাঁসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কংগ্রেসের বিধায়ককে দলে নিতে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে এদিন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে খুন সহ নানা গুরুতর অভিযোগ। জানা গেছে সব কটা মামলায় জামিন অযোগ্য ধারায় করা হয়েছে। প্রসঙ্গত, রায়গঞ্জ ব্লকে তৃণমূল কর্মী রাকেশ সূত্রধরের মৃত্যু হয় রাজনৈতিক সংঘর্ষে। তৃণমূলের দাবি খুন করা হয়েছে রাকেশবাবুকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর তাতে জড়িত আছেন মোহিত সেনগুপ্ত সহ ১০ জন। আর সেই মতো তৃণমূলের নেতাদের অভিযোগের ভিত্তিতে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। .জানা যাচ্ছে মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে ৩০২, ৩২৩, ৩২৫, ৩৪১, ১০৯, ২৫, ২৭ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী অনুপ করের অভিযোগের ভিত্তিতে এই মামলা করেছে পুলিশ বলে জানা গেছে। অন্যদিকে মোহিত বাবুর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস তাদের দাবি চক্রান্ত করে বিধায়ককে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই নিয়ে জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ জানান যে মোহিত সেনগুপ্তকে দলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তৃণমূল কিন্তু সফল না হওয়ায় এইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তবে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে দল মোহিতবাবুর পাশে আছে আর দিঘী এর প্রতিবাদে আন্দোলনে নামবেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। মোহিতবাবু যদিও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো দেননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!