এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন দায়িত্ব নিয়েই মানবিক মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত সেনাপতির – জোর সবুজায়নের উপর – জানুন বিস্তারিত

নতুন দায়িত্ব নিয়েই মানবিক মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত সেনাপতির – জোর সবুজায়নের উপর – জানুন বিস্তারিত

কোলকাতা নয়া মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। ১২১টি ভোট পেয়ে বিজেপির মীনাদেবী পুরোহিতকে হারিয়ে মেয়রের কুর্সি ছিনিয়ে নিলেন তিনি। মীনাদেবী পেয়েছিলেন মাত্র ৫ টি ভোট। ১২১ জন তৃণমূল কাউন্সিলরই উপস্থিত ছিলেন ভোটাভুটিতে। ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুস্মিতা চ্যাটার্জি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে উপস্থিত থাকতে পারেননি। তবে অপ্রত্যাশিত ভাবে বেলা দেড় টার সময় পুরসভায় হাজির হতে দেখা যায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।

দুপুর আড়াইটে নাগাদ নির্বাচন শেষ হতেই জয়জয়কার ফিরহাদ হাকিমের। ফিরহাদ হাকিমের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। মেয়র পদে তাঁরই অভিষেক হবে এটা জল্পনা ছিল আগেই, এমনটাই বক্তব্য রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিরোধীদের মধ্যে বামেদের ১৪ টি,বিজেপির পাঁচটি এবং কংগ্রেস দুটি আসন পেয়েছে। বাম এবং কংগ্রেস কাউন্সিলররা ওয়াক আউট করায় লড়াই ছিল ১২১ বনাম ৫-এর। প্রত্যাশিত ভাবে জয় হয়েছে তৃণমূলের।

মেয়র পদে শপথ গ্রহন করার পর ফিরহাদ হাকিম বক্তব্যে জানান দলীয় দায়িত্ব নিষ্ঠা এবং সততার সঙ্গেই পালন করবেন তিনি। বিরোধীদের নিশানা করে পাল্টা জবাবে জানান,আমার নাম, ধর্ম নিয়ে বিচার বিবেচনা করতে হবে না। আমার কাজটাই দেখো। বিজেপি’‌র নৈতিক পরাজয় হয়েছে। কারণ তারা বলেছিল ৫টি ভোট তাদের রয়েছে। তার থেকে একটি ভোট বেশি পেলেই তা হবে নৈতিক জয়। সেটা হয়নি। তাই নৈতিক পরাজয় হয়েছে তাদের।’‌

প্রসঙ্গত,এ দিন ভোট শুরুর আগে মীনাদেবী বলেন, “যদি আমরা পাঁচের থেকে একটি ভোটও বেশি পাই, তাহলে সেটাই হবে আমাদের নৈতিক জয়।” সেকথারই পাল্টা দিলেন নয়া মেয়র। এদিন বাঙালির চিরাচরিত ঐতিহ্য মেনে ধুতি পরেই মেয়র পদের দায়িত্ব গ্রহন করলেন ফিরহাদ। অতীন ঘোষও ডেপুটি মেয়র হিসাবে শপথবাক্য পাঠ করেন। ফিরহাদ হাকিমের জয়ের পরই জয়ের উচ্ছ্বাস তৃণমূলশিবিরে। যদিও এই জয় প্রত্যাশিত ছিল।

পুরসভায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠতায় বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে। শপথ বাক্য পাঠের পর সাংবাদিক বৈঠকে নাগরিকদের আরো বেশি পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জানিয়েছেন,গাছ লাগালে ৯০% কর ছাড় দেওয়া হবে। বহুতলের বর্জ্য থেকে সার তৈরি করলেও কর মিলবে এই ছাড়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই নাগরিক পরিষেবা অব্যাহত রাখার বার্তা দিলেন তিনি।

নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্নেহের ববিকে অভিনন্দন জানাতে ভোলেননি। নেত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে ভীষণ আপ্লুত নতুন মেয়র। বক্তব্যে প্রকাশ পেল সেই অনুভূতিই। জানালেন,দলের সৈনিক হিসাবে মানুষের দরবারে পরিষেবা পৌছে দেওয়াই একমাত্র লক্ষ্য তাঁদের। মুখ্যমন্ত্রীও সেটাই চান। জমা জল থেকে দূষণ রোধ করাই প্রাথমিক কাজ হবে মেয়রের এমনটাই জানালেন তিনি।

 

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,এদিন শেষ মুহূর্তে নির্বাচনে এসে সবাইকে একরকম চমকেই দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। দলীয় সূত্রের খবর,আগের দিনই ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেছিলেন নির্বাচনে উপস্থিত থাকার আবেদন জানিয়েছিলেন ফিরহাদ। সেই অনুরোধই রক্ষা করলেন শোভন। বক্তব্যে জানালেন, দলের যেকোনো সাহায্যে তিনি সবসময় হাজির থাকবেন। তিনি এখনে একজন তৃণমূলের সৈনিক৷ তাই দলের নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন এমনটাই সাফ কথায় জানালেন প্রাক্তন মেয়র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!