এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারি কর্মীদের সুবিধার্থে নয়া ফরমান জারি হতে চলেছে ! জেনে নিন বিস্তারিত

রাজ্য সরকারি কর্মীদের সুবিধার্থে নয়া ফরমান জারি হতে চলেছে ! জেনে নিন বিস্তারিত

এবার বড়সড় সুখবর পেতে চলেছেন রাজ্যের এক শ্রেণীর সরকারি কর্মীরা। জানা গেছে, দীর্ঘ প্রায় এক দশক পর “রিএমবার্সমেন্ট ক্লেম ফর্মে” বদল আনল রাজ্য সরকার। সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী এই নতুন সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন। কিন্তু কি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে! দেখা গেছে, সেই আদেশ নামায় বলা হয়েছে, ডব্লুবিএইচএস পোর্টালের আধুনিকীকরণ এবং গোটা ব্যবস্থাটি অনলাইনে হয়ে যাওয়ায় চিকিৎসা খাতে খরচ হওয়া টাকা সরকারের কাছে দাবি করার আবেদনের মাধ্যম পরিবর্তন হচ্ছে। নতুন ফর্ম আসছে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও বদল করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে এই wbhs এর উপভোক্তা সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তরা এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। কিন্তু উপরি বিল হলে তা সেই সংশ্লিষ্ট কর্মী এবং অবসরপ্রাপ্তদেরই মেটাতে হয়। যে টাকা পেতে সরকারের কাছে একটি নির্দিষ্ট ফর্মে আবেদন জানাতে হত। কিন্তু এই ফর্ম অত্যন্ত জটিল ছিল। ফলে সেদিক থেকে অনেক আবেদনকারী সেই ফরম পূরণ করতে হিমশিম খেতেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, একটি ফর্মে অনেক পাতা পূরণ করতে হত আবেদনকারীদের। যার ফলে অবসরপ্রাপ্ত বৃদ্ধ কর্মীদের সেই ফরম পূরণ করতে প্রবল সমস্যার সম্মুখীন হতে হত। ফলে দীর্ঘদিন ধরেই সেই ফর্ম বাতিলের দাবি জানিয়ে আসছেন একাংশ। তবে এবার অবশেষে তা বাস্তব রূপ নিতে চলেছে। কিন্তু আগের ফর্মের থেকে এই নতুন ফর্ম কি অনেকটাই সহজলভ্য হবে! নাকি জটিলতা থেকেই যাবে!

এদিন এই প্রসঙ্গে অর্থ দপ্তরের এক শীর্ষকর্তা বলেন, “এক্ষেত্রে মূলত চারটি ফর্মে পরিবর্তন হচ্ছে। যেখানে ফর্ম সি১, সি২, সি৩ এবং সি৪ রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই বদল আনা হয়েছে। আগের থেকে অনেক সরল করা হয়েছে।” তবে রাজ্য যাই বলুক না কেন, বাস্তব ক্ষেত্রে সেই ফর্ম পূরণ করতে গিয়ে উপভোক্তারা কি বলেন! এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!