এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধানসভা ভোটের পর ব্যাপক হিংসা, ফের সোচ্চার শুভেন্দু অধিকারী!

বিধানসভা ভোটের পর ব্যাপক হিংসা, ফের সোচ্চার শুভেন্দু অধিকারী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর থেকেই গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে বলে দাবি ভারতীয় জনতা পার্টির। দিকে দিকে বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হয়েছেন। অনেকে বাড়িছাড়া এবং অনেকে খুন পর্যন্ত হয়েছেন বলে দাবি করেছে গেরুয়া শিবির। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। কিন্তু ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতে গিয়েছে গেরুয়া শিবির। বারবার রাজ্য সরকারকে চাপের মুখে পড়তে হয়েছে। আর এবার গোটা বিষয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে কাটোয়ার সভা থেকে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে শুভেন্দু অধিকারী বলেন, “ভোটের পরে ভীষণ অত্যাচার শুরু হয়েছে। গ্রামকে গ্রাম হিন্দুদের উপর অত্যাচার, দলিতদের উপর অত্যাচার হয়েছে। গ্রামে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।”

স্বভাবতই শুভেন্দু অধিকারী এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি কোনোমতেই তৃণমূলকে ছেড়ে দেবে না। আর গোটা বিষয়ে যে বিজেপি প্রবল ভাবে আন্দোলন করবে, সেকথাও স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!