এখন পড়ছেন
হোম > রাজনীতি > পশ্চিমবঙ্গের ভোট নিয়ে তৎপর কমিশন, আজই শহরে আসছেন দুই পর্যবেক্ষক!

পশ্চিমবঙ্গের ভোট নিয়ে তৎপর কমিশন, আজই শহরে আসছেন দুই পর্যবেক্ষক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে যে এবার যথেষ্ট তৎপর নির্বাচন কমিশন, তা বলাই যায়। ভোটের দিন ঘোষণার দিনেই কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করাই তাদের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যে স্থির থেকেই এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপরতা গ্রহণ করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতায় আসবেন দুই নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিবেক দুবে। স্বাভাবিক ভাবেই এই দুই শীর্ষকর্তার পশ্চিমবঙ্গে আগমনকে কেন্দ্র করে এখন রীতিমত জল্পনা বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা হোক বা লোকসভা ভোট, বারবার পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে ভোট লুট করা থেকে শুরু করে কারচুপি, বিভিন্ন সময়ে শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেছে বিরোধীদের‌‌। তাই এই পরিস্থিতিতে নির্বাচন ঘোষণা হওয়ার আগে কমিশনের দ্বারস্থ হয়ে বারবার পশ্চিমবঙ্গের নির্বাচনে যাতে বাড়তি নজর দেওয়া হয়, তার জন্য আবেদন করেছে বিরোধী দলগুলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাই যে তাদের প্রধান লক্ষ্য, তা জানিয়ে দেওয়া হয়েছিল। তবে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই কমিশনের আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। আর এর মাঝেই আজ পশ্চিমবঙ্গে আসছেন দুই পর্যবেক্ষক। একাংশ বলছেন, এর আগেও গত লোকসভা নির্বাচনে এই দুই পর্যবেক্ষকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন।

স্বাভাবিক ভাবেই তৃণমূলের একাংশ এই দুই আধিকারিককে নিয়ে প্রথম থেকেই বেসুরো গাইতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই দুই আধিকারিকের তত্ত্বাবধানেই যে পশ্চিমবঙ্গের নির্বাচন হবে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল। আর এমতাবস্থায় পশ্চিমবঙ্গের নির্বাচনের পুরোটা সময় যে জেলায় জেলায় জেলায় ঘুরে পরিস্থিতি তদারকি করবেন অজয় নায়েক এবং বিবেক দুবে, তা বলাই যায়। যার অঙ্গ হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতায় আসতে চলেছেন তাঁরা। সব মিলিয়ে দুই নির্বাচনী পর্যবেক্ষকের আগমনকে কেন্দ্র করে এখন রীতিমত সরগরম প্রশাসনিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!