এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বেশকিছু বুথের উপরে কড়া নজর রাখতে চলেছে নির্বাচন কমিশন

এবার বেশকিছু বুথের উপরে কড়া নজর রাখতে চলেছে নির্বাচন কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পূর্বের লোকসভা, বিধানসভা,পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসের নানা অভিযোগ করেছে বিভিন্ন বিরোধী দল। তাই, এবার অধিক সতর্ক হয়েছে নির্বাচন কমিশন। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে যে সমস্ত বুথে ৯০ শতাংশেরও বেশি ভোট পড়েছিল, এবার সেগুলির উপরেই বিশেষ নজর রাখবে নির্বাচন কমিশন।

গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে যে সমস্ত বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল, এবার সেগুলির উপরে নির্বাচন কমিশন বিশেষভাবে নজর রাখবে। কেন এই বুথগুলিতে এত পরিমাণে ভোট পড়েছিল? সে বিষয় নিয়েও তদন্ত করে দেখছে নির্বাচন কমিশন। আগামী বিধানসভা নির্বাচনে এই বুথগুলির উপর বিশেষভাবে নজরদারি চালানো হবে। এই সমস্ত বুথে মানুষ যাতে অবাধে ও নিরাপদে ভোট দিতে পারে,এই বিষয়গুলোর উপর বিশেষভাবে দৃষ্টি রাখা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের কাছে আগামী বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার আর্জি জানিয়েছে একাধিক বিরোধীদল। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস, ভোট লুঠের যেমন অভিযোগ উঠেছে, তেমনি বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার বিষয়েও। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, গত পঞ্চায়েত নির্বাচনে সঠিক অর্থে ভোট গণনাই হয় নি। গণনার নামে প্রহসন করা হয়েছে।

বিরোধীদের এরূপ নানা অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে। আবার, শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ছাড়াও, রাজ্যের পুলিশি ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন বিরোধী দল। তাই এ বিষয়েও বিশেষ ভাবে সতর্ক নির্বাচন কমিশন। এ কারণেই আগামী বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, গ্রীন পুলিশদের ব্যবহারকে নিষেধ করা হয়েছে। এছাড়া অধিক পরিমাণে পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষককে রাজ্যে নিযুক্ত করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!