এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যুবরাজের মুরোদ শেষ ? ধর্নার নাটক করে বাঁচার চেষ্টা! পথ দেখাবে আদালত, আশাবাদী পদ্ম শিবির!

যুবরাজের মুরোদ শেষ ? ধর্নার নাটক করে বাঁচার চেষ্টা! পথ দেখাবে আদালত, আশাবাদী পদ্ম শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলাকে নাকি বঞ্চিত করা হচ্ছে, সেই অভিযোগ তুলে রাজভবনের সামনে ধর্নার নামে নাটক শুরু করেছেন বাংলার যুবরাজ। অনেক বড় বড় কথা সেই ধর্না মঞ্চ থেকে তিনি বলছেন। কিন্তু যিনি আইনকে রক্ষা করার কথা বলেন, তিনি এবং তার পরিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি না হয়ে এত বড় বড় কথা বলছেন কি করে? তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলছে বিরোধীরা। আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় ভাইপো এটাও বলেছেন যে, যদি রাজ্যপাল তার সঙ্গে দেখা না করেন, তাহলে তিনি পুজোর মধ্যেও নাকি এই ধর্ণা মঞ্চে বসে থাকবেন। যা দেখে হাসি চেপে রাখতে পারছে না বিরোধীরা। ইতিমধ্যেই সেই ব্যাপারে মুখ খুলে তৃণমূলের এই যুবরাজকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কারণ শুভেন্দুবাবু জানেন, এই যুবরাজের চালাকি ঠিক কোন জায়গায়! তাই সেই চালাকি ধরে তিনি তার আসল পর্দাটা ফাঁস করে দিয়েছেন।

প্রসঙ্গত, এদিন শুভেন্দুবাবুকে যুবরাজের বড় বড় ডায়লগ নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ওসব বলে কোনো লাভ নেই। আসলে কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে, তাই সেখান থেকে পালানোর জন্য এই ধর্ণার নাটকটা করছে। যাতে আদালতে ওর আইনজীবী বলতে পারে যে, উনি ধর্না করছেন, তাই উনি এখন আসতে পারবেন না।” অনেকে বলছেন, ব্রহ্মা জানেন গোপন কম্মোটি। শুভেন্দু অধিকারীও যুবরাজের আসল ফন্দী ধরে ফেলেছেন। কারণ বাংলার যুবরাজ খুব ভালো মতো বুঝে গিয়েছেন, এবার যদি তিনি জেরার মুখোমুখি হন, তাহলে তাকে সব তথ্য দিতে হবে। আর সেই তথ্যের জালে তিনি ধরা পড়তে বাধ্য। তাই বুঝে শুনেই এই ধরনের ধর্নার নাটক করে তিনি এমন একটা ভাব দেখানোর চেষ্টা করছেন যে, তিনি খুব ব্যস্ত। তিনি কোনোভাবেই কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হতে পারবেন না। কিন্তু এসব করে কি শেষ রক্ষা হবে? কতদিন আর এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবেন  ভাইপো? তা নিয়ে প্রশ্ন তুলছে সমালোচক মহল।

বিরোধীদের দাবি, বিন্দুমাত্র লজ্জা থাকলে এই ধরনের ধর্ণা দিতেন না যুবরাজ। টাকা চুরি করবেন, আর কেন্দ্রীয় সরকার আপনাদের টাকা দিয়েই যাবে, দুটো একসাথে চলতে পারে না। কেন আপনারা হিসাব দিচ্ছেন না? যদি অতই আপনারা সততার প্রতীক হন, তাহলে কেন্দ্রীয় সরকার যে হিসেব চাইছে, সেই হিসাব দিয়ে দিন। কেন্দ্র তো টাকা দিতে প্রস্তুত। কিন্তু তা দেওয়ার ক্ষমতা নেই, উল্টে ধর্না করে নিজেকে বাঁচানোর যে প্রাণপণ চেষ্টা যুবরাজ করছেন, তা আর বেশিদিন টেকসই হবে না। তবে এবার কেন্দ্রীয় এজেন্সি হাত খুলে খুলতে শুরু করেছে। আদালতের নির্দেশে বাংলার যুবরাজ ধরা পড়বেন বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, আদালতেও ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি ভর্ৎসনার মুখে পড়েছে। তাদেরকে বারবার আদালত বুঝিয়ে দিয়েছে যে, তারা যে গতিতে তদন্ত করছে, সেই তদন্তে আদালত সন্তুষ্ট নয়। ফলে কেন্দ্রীয় এজেন্সিও একটা চাপে রয়েছে যে, যে করেই হোক, তাদেরকে এবার একটা কড়া পদক্ষেপ নিয়ে আদালতের কাছে প্রমাণ করতে হবে যে, তারা এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে কতটা তৎপর। তাই সেই কারণে এজেন্সির তৎপরতা এবং আদালতের নির্দেশ, এই জোড়া ফলায় বিদ্ধ হয়ে যাওয়ার ভয় রয়েছে বাংলার যুবরাজের। যার জন্য নিজের রাজনৈতিক আন্দোলনের কথা বলে তিনি যাতে কোনোরকমে গোটা বিষয়কে এড়িয়ে যেতে পারেন, সেই কারণেই তার এই ধরনের নাটক চলছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!