এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সর্বক্ষেত্রে নারীরা পশ্চিমবাংলায় সুরক্ষিত। কলকাতা সবথেকে নিরাপদ।” জানালেন হেভিওয়েট তৃণমূল সাংসদ

“সর্বক্ষেত্রে নারীরা পশ্চিমবাংলায় সুরক্ষিত। কলকাতা সবথেকে নিরাপদ।” জানালেন হেভিওয়েট তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি জানালেন যে, একজন রাজনৈতিক রাষ্ট্রনেতা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন অদ্বিতীয়া। তিনি মহিলাদের সশক্তিকরনের জন্য, মহিলারা যাতে লেখাপড়া শিখে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, তাই তিনি কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্প রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত ও পুরস্কার প্রাপ্ত।

সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানালেন যে, ২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে মৃত্যুর হার হ্রাস পেয়েছে। রাজ্যে শিশু মৃত্যুর হার কমে গেছে। রাজ্যের মহিলারা সুরক্ষিত আছেন। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী, পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে সুরক্ষিত মহিলারা। কলকাতা হলো সবচেয়ে নিরাপদ। তিনি জানালেন, কলকাতায় মহিলাদের প্রতি অন্যায় আচরণ করলে, দ্রুত শাস্তি নেমে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদের গ্রেফতার করা হয়, চার্জশিট দেয়া হয়। মহিলা থানা, মহিলা পুলিশ সক্রিয়ভাবে আছে রাজ্যের মহিলাদের পাশে।

তৃণমূল সাংসদ জানালেন, ৬৭ লক্ষ গ্রামীণ মহিলাকে ৬ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। যাতে মহিলারা স্বনির্ভর হয়ে রোজগার করতে পারেন। মহিলাদের প্রতি মুখ্যমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। যাতে তাঁরা সম্মান পান, নিজের পায়ে দাঁড়ান, এজন্য স্বাস্থ্য সাথীর কার্ড করা হচ্ছে পরিবারের মহিলাদের নামে। যা সারা ভারতের মধ্যে কোথাও দেখা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংসদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনভাবে মহিলাদের পাশে রয়েছেন, রাজ্যের মহিলারাও তেমন ভাবেই মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন। এ বিষয়টি বোঝাতেই আগামী ২৭ সে ও ২৮ সে মার্চ মিছিলের আয়োজন করা হবে। তিনি জানান যে, রাজ্যের মহিলারা সবসময় চাইছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের পাশে আছেন সেভাবেই তিনি থাকুন। ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে ২ কোটিরও বেশি স্কলারশিপ দেওয়া হয়েছে বলে জানালেন তিনি।

এরপর তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেন, বিজেপি যেখানে ক্ষমতায় আছে, সেখানেই নারীজাতির, নারীর সন্মানের, নারীর সশক্তিকরণ মূল্যহীন হয়ে পড়েছে। বিজেপির কাছে মহিলাদের জীবনের কোন মূল্য নেই। কিন্তু পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত। তাই, পশ্চিমবঙ্গের মহিলারা ঘরের মেয়ে হিসেবে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান, ঠিক তেমন ভাবেই রাজ্যের জনগণও নিজের মেয়েকেই চায়, বলে দাবি করলেন তৃণমূল সাংসদ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!