এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গ্রেফতার হতে পারেন বিজেপি প্রার্থী? গেরুয়া শিবিরের 2 মনোনয়ন ঘিরে তীব্র চর্চা খড়গপুর জুড়ে!

গ্রেফতার হতে পারেন বিজেপি প্রার্থী? গেরুয়া শিবিরের 2 মনোনয়ন ঘিরে তীব্র চর্চা খড়গপুর জুড়ে!


 

লোকসভায় রানাঘাটে ঠিক যেমনটা হয়েছিল, এবার যেন ঠিক তেমনটাই হল খড়গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। বিজেপি প্রেমচাঁদ ঝার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করলেও জেলা বিজেপি সভাপতি সমিত দাশ এবং প্রেমচাঁদ ঝাঁ, দুজনকেই খড়গপুর বিধানসভা উপ নির্বাচনের বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেল। যা নিয়ে এখন সব মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

সূত্রের খবর, কিছুদিন আগেই এই খড়গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবির। যেখানে নানা টালবাহানার পর প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় প্রেমচাঁদ ঝার। কোনো একটি মামলায় প্রেমচাঁদবাবুর নাম থাকায় দলের কর্মীদের একাংশ তীব্র বিক্ষোভ শুরু করেন। যার ফলে বিজেপির অন্দরে নানা জল্পনা তৈরি হয়। তবে বিজেপি প্রার্থী হিসেবে প্রেমচাঁদবাবুর নাম যাতে সেই মামলার জন্য বাতিল না হয়, তার জন্য এবার দুটি রাস্তা খোলা রাখল গেরুয়া শিবির।

আর তাইতো মনোনয়নপত্র পেশের দিন প্রেমচাঁদবাবুর পাশাপাশি বিজেপি প্রার্থী হিসেবে খড়গপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন জেলা বিজেপি সভাপতি সমিত দাশ। সূত্রের খবর, তিনি মনোনয়নপত্র পেশের সময় সেখানে উপস্থিত থাকতে দেখা যায় বিজেপি রাজ্য নেতা তুষার মুখোপাধ্যায়, সর্বভারতীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন সহ অন্যান্যদের। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। কিন্তু কেন হঠাৎ দুজন প্রার্থী বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিলেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি মুকুটমণি অধিকারীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু পেশায় চিকিৎসক বলে পরিচিত মুকুটমণিবাবুর কাছে সরকারের ছাড়পত্র না থাকায় শেষমেষ তিনি প্রার্থী হতে পারেননি। যার কারণে বিজেপি এখানে মুকুটমণি অধিকারীর পাশাপাশি আগেভাগেই প্রার্থী হিসেবে জগন্নাথ সরকারের নাম ঘোষণা করেন। তাই শেষমেষ সরকারের ছাড়পত্র না থাকায় মুকুটমণিবাবুর বদলে এই কেন্দ্রে প্রার্থী করা হয় জগন্নাথ সরকারকে।

আর তাইতো নিজেদের দখলে থাকা কেন্দ্র বলে পরিচিত খড়্গপুরে যাতে প্রেমচাঁদবাবুর মামলার কারণে সরকার তাকে ফাঁসাতে না পারে, তার জন্য এবার বিকল্প প্রার্থী হিসেবে সমিত দাশেরও মনোনয়নপত্র জমা দিল গেরুয়া শিবির বলে মনে করছেন একাংশ।

তবে প্রার্থী নিয়ে খড়গপুর বিধানসভা কেন্দ্রে যেভাবে বিজেপির অন্দরে গুঞ্জন চলছে, তাতে কি বিজেপি অনেকটাই ব্যাকফুটে! কেন এতদিন নিজে বিধায়ক থাকা কেন্দ্রে গন্ডগোল থামাতে পারছেন না দীলিপবাবু! এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এখানে দিলীপ ঘোষ লড়ছে। গত তিনটি ভোটে তৃণমূল হেরেছে। এবারও ওরা হারবে। আমাদের প্রার্থী প্রেমচাঁদ ঝাকে ওরা ভয় পেয়েছে। তাই তার নামে মামলা করেছে। বিজেপি বাঁচাও কমিটির নামে যিনি প্রার্থী হয়েছেন, তার পেছনে তৃণমূলের মদত রয়েছে।” কিন্তু তিনি প্রার্থী হওয়া সত্ত্বেও কেন এদিন সমিতবাবুও তার মনোনয়নপত্র জমা দিলেন?

এদিন এই প্রসঙ্গে প্রেমচাঁদ ঝা বলেন, “সমিতবাবু কেন মনোনয়নপত্র জমা দিলেন, তা দল বলবে। আমাকে দল প্রার্থী করেছে, আমি এই আসনে জিতবই। তৃণমূল অনেক চক্রান্ত করছে। আমাকে পুরোনো একটি মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতে কোনো লাভ হবে না।”

এদিকে এই প্রসঙ্গে সমিত দাশ বলেন, “আমাদের প্রার্থী প্রেমচাঁদ ঝা। আমাকে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিতে বলেছে। তৃণমূল অনেক ছলচাতুরি করেছে। তাই আসন সুরক্ষার জন্য আমাকে মনোনয়নপত্র জমা দিতে হল।” তবে বিজেপি দুজনকে মনোনয়নপত্র জমা দেওয়ালেও শেষ পর্যন্ত কে এখানে ভোটে লড়ে, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!