এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কেবল মুখের কথায় কিছুই হয় না। বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে এবার তোপ দাগলেন অধীর

কেবল মুখের কথায় কিছুই হয় না। বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে এবার তোপ দাগলেন অধীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে শোচনীয় ফল করেছে কংগ্রেস। অনেকেই বিহারে মহাজোটের ভরাডুবির জন্য দায়ী করে থাকেন কংগ্রেসকে। তবে শুধু বিহারের নির্বাচন নয়, সম্প্রতি অন্যান্য রাজ্যগুলির উপনির্বাচনেও খারাপ ফল করেছে কংগ্রেস। এই অবস্থায় দলের প্রতি নিরাশ হয়ে গত সোমবার দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল।

দলের প্রতি তাঁর বক্তব্য, পরাজয়টাই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের। এর সঙ্গে সঙ্গেই কংগ্রেস দলে বড়সড় রদবদলের দাবি করেছিলেন তিনি। এবার কংগ্রেস নেতা কপিল সিব্বলকে পাল্টা আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। গতকাল সাংবাদিকদের সামনে তিনি জানালেন যে, কোন পদক্ষেপ গ্রহণ না করে আত্মবিসর্জনের কথা বলা একেবারেই নিরর্থক।

গতকাল মঙ্গলবার কপিল সিব্বলের মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ প্রসঙ্গে তিনি জানান যে, এর আগেও এ বিষয় নিয়ে কথা বলেছিলেন কপিল সিব্বল। তাঁকে দেখে মনে হচ্ছে, কংগ্রেস দলকে নিয়ে তিনি খুব উদ্বেগের মধ্যে আছেন। তিনি চেয়েছেন আত্মবিশ্লেষণ করতে। অধীর চৌধুরী অভিযোগ করেছেন যে, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ কিংবা গুজরাটের নির্বাচনে একটি বারের জন্য যাননি কপিল সিব্বল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বলকে অভিযুক্ত করে তিনি জানালেন যে, কপিল সিব্বল বিহার, মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যে যদি যেতেন তবে প্রমাণিত যে, তিনি যা বলছেন, তা তিনি ঠিক বলছেন। কিন্তু শুধুমাত্র মুখের কথায় কিছুই হয় না। কাজের কাজ না করলে এমন ধরনের আত্মবিশ্লেষণ অর্থহীন হয়ে যায়।

সম্প্রতি বিহারের ভোট ও অন্যান্য উপ নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর আরো কিছু কংগ্রেস নেতা দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে দলের নেতৃত্বের বড়সড় রদবদলের পক্ষে যুক্তি দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার দলের এই ক্ষুব্ধ নেতাদের আক্রমণ শানালেন অপর এক কংগ্রেস নেতা সলমান খুরশিদ। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত সলমান খুরশিদ জানালেন যে, দলের প্রতি এমন ধরনের কথা যারা বলছেন, তাঁরা অতিরিক্ত উদ্বেগে আছেন।

এ বিষয়ে ফেসবুকে তাঁর মত প্রকাশ করে একটি দীর্ঘ পোস্ট করলেন তিনি। যে পোস্টে তিনি জানালেন যে, ক্ষমতায় ফিরতে কোন শর্টকাট পদ্ধতি অবলম্বন করা যায় না। দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে দলকে। এভাবেই একাধিক নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেসের বেশ কিছু নেতা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। আর এই ক্ষুদ্র নেতাদের প্রতি তোপ দাগতে শুরু করেছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!