এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হেভিওয়েট তৃনমূল মন্ত্রীকে ফেলে পেটানোর হুমকি দিয়ে “জয় শ্রীরাম” ফোন, উত্তাল রাজ্য

হেভিওয়েট তৃনমূল মন্ত্রীকে ফেলে পেটানোর হুমকি দিয়ে “জয় শ্রীরাম” ফোন, উত্তাল রাজ্য


করোনা পরিস্থিতির মধ্যেই এবার হুমকি ফোন পেতে হল রাজ্যের পর্যটন মন্ত্রী তথা উত্তরবঙ্গ তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবকে। যাকে কেন্দ্র করে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। জানা গেছে, কিছুদিন আগে গভীর রাতে পরপর তিনটি নম্বর থেকে ফোন করা হয় রাজ্যের পর্যটন মন্ত্রীকে। আর সেখানেই ফোনের ওপার থেকে পেটানোর হুমকি দিয়ে “জয় শ্রীরাম” ধ্বনি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন গৌতমবাবু।

আর তার এই অভিযোগকে ঘিরেই এখন তীব্র চাপানউতোর শুরু হয়েছে শিলিগুড়ি শহর জুড়ে। ইতিমধ্যেই এই ব্যাপারে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের ব্যক্তিগত সচিব শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সাইবার সেলে একটি অভিযোগ করেছেন। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “করোনা পরিস্থিতি এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিজেপি সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করছে।”

তিনি আরও বলেন, “ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ার ওয়ালে পোস্ট করা হচ্ছে। 11 দিন আগে রাতে পরপর তিনটি নম্বর থেকে কল করে পেটানোর হুমকি দেওয়ার পর জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমার পুলিশ কমিশনারের কাছে কথা হয়েছে। পুলিশ ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।” তবে কে বা কারা মন্ত্রীকে এভাবে ফোন করে পেটানোর হুমকি দিলেন? তাহলে কি এই ব্যাপারে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছেন রাজ্যের পর্যটনমন্ত্রী?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে গৌতম দেবের তোলা অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই ব্যাপারে শিলিগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক আনন্দময় বর্মণ বলেন, “মন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন। করোনা মোকাবিলায় আম জনতার মধ্যে ত্রান বিলির পাশাপাশি মেডিকেল কলেজে আমরা পিপিই কিট দিয়েছি। কাজেই আমরা মানুষের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকব। আমাদের দলের লোকেরা কেউ মন্ত্রীকে হুমকি দেয়নি। এসব ভিত্তিহীন অভিযোগ করে গৌতমবাবু বাজার গরম করতে চাইছেন।”

কিন্তু রাজ্যের এহেন হেভিওয়েট মন্ত্রী যেভাবে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন, তাতে পুলিশি তদন্ত কতদূর এগোলো? এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার সেলের ডিসিপি কুনয়ার ভূষন সিং বলেন, “অভিযোগ নিয়ে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ওই নম্বরগুলো ফেক। সম্ভবত কম্পিউটারের মাধ্যমে ওই নম্বর তৈরি করে মন্ত্রীকে ফোন করা হয়েছে। শীঘ্রই এই অভিযোগের কিনারা হবে বলে আশা করছি।”

তবে প্রশাসনের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, যেভাবে রাজ্যের গুরুত্বপূর্ণ হেভিওয়েট মন্ত্রীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, তাতে রীতিমত উত্তাল হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এখন এর পেছনে কোনো রাজনৈতিক দলের হাত রয়েছে, নাকি বিজেপির অভিযোগ সত্যি! সেই রহস্য উন্মোচনের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। বিশেষ করে লোকসভা নির্বাচনেই প্রমাণিত – পুরো উত্তরবঙ্গ জুড়েই তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। সেই পরিপ্রেক্ষিতে এই রহস্যময় ফোনকল নতুন করে জল্পনা তৈরী করল বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!