এখন পড়ছেন
হোম > অন্যান্য > স্বস্তি না অস্বস্তি? কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন বিস্তারিত

স্বস্তি না অস্বস্তি? কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে প্রবেশ করেছে মৌসুমী বায়ু, শুরু হয়েছে বর্ষা। উত্তরবঙ্গে কিছুদিন আগেই বর্ষা শুরু হয়েছে, আর নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে সম্প্রতি বর্ষা শুরু হয়েছে। কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে, আজ থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বেশ কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিন দিন ধরে রাজ্যে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিন ধরে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

এদিকে, আজ থেকে শুরু করে আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদহ জেলাতে। ঝাড়খন্ড থেকে ক্রমশ বিহারের দিকে সরে আসছে নিম্নচাপ। রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে তা বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। এর প্রভাবে তিন দিন ধরে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্য জুড়ে। মেঘ-বৃষ্টির খেলা তিন দিন স্থায়ী হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!