এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মহাভুল, সুকান্তর কাছে ক্ষমা চাইলেন হেভিওয়েট বিধায়ক! শোরগোল রাজ্যে!

মহাভুল, সুকান্তর কাছে ক্ষমা চাইলেন হেভিওয়েট বিধায়ক! শোরগোল রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মতুয়া সম্প্রদায়ের কেউ কেন রাজ্য কমিটিতে নেই, এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে পাঁচজন মতুয়া সম্প্রদায়ের বিজেপি বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছিলেন। আর তারপর থেকেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। এবার কি তাহলে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছে পাঁচ বিজেপি বিধায়কের? তারা কি দলবদল করতে চলেছেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয় প্রশ্ন। তবে এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার একদিনের মধ্যেই সেই গ্রুপে আবার ঢুকতে চেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ক্ষমা চাইলেন এক বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, আজ বিজেপি বিধায়ক অম্বিকা রায় এই ব্যাপারে সুকান্ত মজুমদারের কাছে ক্ষমা চান। তিনি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে ঠিক করেননি বলে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তিনি ছেড়েছেন, সেই গ্রুপে যাতে আবার তাকে অন্তর্ভুক্ত করা হয়, তার আবেদন জানিয়েছেন অম্বিকাবাবু। অনেকে বলছেন, পাঁচ বিজেপি বিধায়ক এই কাজ করে মোটেই ঠিক কাজ করেননি। বিজেপি অত্যন্ত শৃঙ্খলা পরায়ন দল। দলের ভেতরে আলোচনা হতে পারত‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তা না করে যেভাবে পাঁচ বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন এবং তা নিয়ে চর্চা হয়েছে, তাতে রীতিমতো ক্ষুব্ধ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেই কারণেই নিজের অবস্থান ঠিক রাখতে দলের রাজ্য সভাপতির কাছে ক্ষমা চেয়ে নিয়ে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকার আবেদন করেছেন অম্বিকা রায়। তবে বাকি চার বিধায়ক কি করবেন এবং অম্বিকাবাবুল এই আবেদনের পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেবে রাজ্য বিজেপি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!