এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল, একের পর এক বিস্ফোরক অভিযোগে ঝড় রাজ্য রাজনীতিতে

স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল, একের পর এক বিস্ফোরক অভিযোগে ঝড় রাজ্য রাজনীতিতে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রবল বিরোধের পর এবার বিধানসভার স্পিকার বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি অভিযোগ করলেন, দুবার তিনি বিধানসভায় গিয়ে ভাষণ দিয়েছেন। কিন্তু দুবারই তাঁর জরুরী অবস্থার কথা মনে পড়ে গেছে। কারণ দুবার তার ভাষণ ব্ল্যাক আউট করা হয়েছিল।

বিধানসভার স্পিকারের বিরুদ্ধে রাজ্যপাল অভিযোগ করেছেন, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন নন। তিনি বিধানসভায় ভাষণ দিয়েছিলেন দুবার। তাঁর জরুরি অবস্থার কথা মনে পড়ে যায়। কারণ দুবারই তার ভাষণ ব্ল্যাক আউট করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমবার বিধানসভা গিয়েছিলেন ঘুরে দেখতে, তথ্য সংগ্রহ করতে। কিন্তু গিয়ে দেখেন, তালা ঝোলানো রয়েছে। বিধানসভার অধ্যক্ষের কাছে তিনি যে তথ্য চেয়েছিলেন, সে তথ্য আজও তিনি পাননি। বিধানসভার স্পিকারের এই ধরনের কার্যকলাপ কিছুতেই মেনে নেওয়া যায় না।

এভাবেই বিধানসভার স্পিকারের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপালের এই বক্তব্যের পাল্টা জবাবে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন, রাজ্যপাল নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বিমান বন্দ্যোপাধ্যায় হলেন বিধানসভার নির্বাচিত সদস্য। তার প্রতি এই ধরনের অপমানকর ভাষা যে ব্যবহার করা যায় না, তা হয়তো রাজ্যপালের জানা নেই।

আবার, রাজ্যপালকে তীব্র কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন, বিভিন্ন বিষয়ে বিনোদনমূলক কথা বলে থাকেন রাজ্যপাল। এগুলোকে গুরুত্ব দেওয়ার কোন দরকার নেই। সস্তা কথা বলেন রাজ্যপাল। নিজেকে বিজেপির এজেন্টে পরিণত করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!