এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে সৌরভের? রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু

তৃণমূল সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে সৌরভের? রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্রিকেটের মাঠ থেকে দাদাগিরি প্রায় সবখানেই বাজিমাত করেছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে বেশ কিছুদিন ধরে তার রাজনীতিতে নামা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের হয়ে নাকি ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি ময়দানে নামবেন, তাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনার সৃষ্টির হয় বাংলার রাজনৈতিক অন্দরমহলে।

বিসিসিআই সভাপতি হওয়ার দরুন বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে দাবি করে বিভিন্ন মহল। তবে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে। যেখানে স্কুল করার জন্য তৃণমূল সরকারের কাছ থেকে একটি জমি পাওয়ার ব্যাপারে কিছু দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা সারতে দেখা যায় বাংলার মহারাজকে।

যাকে কেন্দ্র করে তীব্র জল্পনা ছড়িয়ে পড়ে। তবে এবার স্কুল করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া জমি ফিরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তার এহেন পদক্ষেপ নিয়ে এবার নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। কেন হঠাৎ করে জমি নিয়েও তা রাজ্য সরকারকে ফিরিয়ে দিলেন বাংলার মহারাজ? তাহলে কি বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা বৃদ্ধির কারণেই তৃণমূল কংগ্রেসের সাথে দূরত্ব বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিলেন তিনি? প্রসঙ্গত উল্লেখ্য, নিউটাউনে সিটি সেন্টার 2 এর কাছে একটি জমিতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইসিএসসি বোর্ডের অনুমোদিত স্কুল তৈরি করতে চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আর সেই কারণেই হিডকোর তরফ থেকে তাঁকে তৃণমূল সরকারের আমলে একটি জমি দেওয়া হয়। কিন্তু সেই জমি নিয়ে এখনও মামলা চলছে। তাই এই পরিস্থিতিতে সৌরভবাবু সেই জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেই জানাচ্ছেন একাংশ। তবে বিশেষজ্ঞরা অবশ্য এই নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন। তাদের বক্তব্য, সর্বভারতীয় ক্ষেত্রে ক্রিকেটের প্রধান দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে বিজেপির তরফ থেকে তাঁকে এই জায়গায় বসানো হয়েছে। তাই স্কুল তৈরীর ক্ষেত্রে যদি তিনি তৃণমূল সরকারের কাছ থেকে জমি নেন, তাহলে তিনি রাজ্য সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে পড়বেন। তাই এই অবস্থায় মামলার কারণ দেখিয়ে এখন সেই জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পরোক্ষে নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করলেন বাংলার মহারাজ বলে মত ওয়াকিবহাল মহলের। বস্তুত, প্রায় দীর্ঘদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত মুখকে বিজেপি বাংলায় আগামী 2021 এ কাজে লাগাতে চলেছে বলে জল্পনা তৈরি হয়েছিল।

তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভবাবুর এই বৈঠক সেই জল্পনাতে কিছুটা হলেও জল ঢেলে দেয়। তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় কোন দলের সব থেকে বেশি ঘনিষ্ঠ! তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। আর এবার সেই সমস্ত বিতর্ককে সরিয়ে দিতেই সৌরভবাবু এই উদ্যোগ নিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তিনি জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আদতে কি তৃণমূলের সাথে সম্পর্ক চুকিয়ে বিজেপি ঘনিষ্ঠ হয়ে পড়ছেন! এখন তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। তবে এই প্রশ্নের উত্তরে মহারাজ কোনো প্রতিক্রিয়া দেন কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!