এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার রাশি অনুযায়ী গৃহের প্রবেশদ্বার হওয়া উচিত! জেনে নিন কোন রাশির জন্য কোন দিক শুভ!

আপনার রাশি অনুযায়ী গৃহের প্রবেশদ্বার হওয়া উচিত! জেনে নিন কোন রাশির জন্য কোন দিক শুভ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –যেকোনো জীবের কাছেই তাঁর নিজস্ব জায়গা বা বাসস্থানের গুরুত্ব সর্বাগ্রে। মানুষের বেঁচে থাকার জন্য যে তিনটি জিনিসের সবচেয়ে প্রয়োজন তা হলো অন্ন – বস্ত্র – বাসস্থান। আর সেই বাসস্থানের সংস্থান করতে আমরা জীবনভর কাজ করে চলি। সারাজীবনে একটি থাকার জায়গা গড়ে তুলতে মানুষের যে কতরকম কষ্ট পেরিয়ে আসতে হয়, তা যারা সেই কষ্ট করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন।

তবে এত কষ্টের পরেও কোনো কোনো কোনো সময় সেই বাসস্থান আমাদের আমাদের সুদিনের পরিচায়ক হয় না। বরং নতুন গৃহে প্রবেশের আনন্দের সঙ্গে তালমিলিয়ে আসে নানা অশান্তি, সমস্যা। সেক্ষেত্রে বাস্তু বা বাড়ির কুষ্টি কেমন হবে সেই দিকে নজর দিতে গেলে জানতে হয় কিছু শাস্ত্রের বিধান। জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু শাস্ত্রে যার অনেক নিদান আমরা পেয়ে থাকি। জীবনে ঘটে চলা খারাপ পরিস্থিতির কারণ হিসেবে যে গৃহ নির্মাণ দোষ বা বাস্তু সমস্যার কতখানি গুরুত্ব, তা বলার অপেক্ষা রাখেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে আপনি যদি ভেবে থাকেন যে জ্যোতিষ বা বাস্তু মানেই তা বাস্তবের থেকে কিছুটা আলাদা, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ বাস্তু অত্যন্ত বৈজ্ঞানিক এবং প্র্যাক্টিক্যাল। যার সঙ্গে বাড়ির মাটির প্রকৃতি, আলো, জল, হাওয়া প্রভৃতির যোগ রয়েছে। একটি সুন্দর স্বাস্থ্যকর বাসস্থান তৈরিতে এই জল মাটি আলো বাতাসের যে যথেষ্ট ভূমিকা আছে তা নিশ্চয়ই মানবেন সকলে। তবে সেই সঙ্গে বাড়ির সম্মুখভাগের অবস্থানও যে গুরুত্বপূর্ণ, তা যদি না জেনে থাকেন তবে জেনে নিন

জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের ১২ টি রাশি আছে। আর সমাজের নিয়ম অনুযায়ী আছে চারটি বর্ণ। এই রাশি এবং বর্ণের একটি যোগসূত্র আছে। বলা হয় –
ব্রাহ্মণ বর্ণের অধীন রাশি গুলি হলো বৃশ্চিক, কর্কট, আর মীন রাশি। আর আপনি যদি এই রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার গৃহের সম্মুখভাগ পূর্বদিকে হলে শুভ হবে।

তবে যদি আপনি হন সিংহ, মেষ বা ধনু রাশির জাতক বা জাতিকা, তবে আপনার বর্ণ হবে ক্ষত্রিয়। সেক্ষেত্রে আপনার বাড়ির সম্মুখভাগ উত্তরদিকে হলে শুভ।

কন্যা, বৃষ এবং মকর রাশির জাতক জাতিকাদের বর্ণ বৈশ্য বলে মনে করা হয়। এই রাশির জাতক জাতিকাদের গৃহের সম্মুখভাগ দক্ষিনদিকে হলে ভালো।

তবে আপনার রাশি যদি হয় মিথুন, তুলা বা কুম্ভ, তবে আপনি শূদ্র বর্ণের অন্তর্গত। সেক্ষেত্রে আপনার বাড়ির সম্মুখভাগ পশ্চিমদিকে হলে আপনার উন্নতি হতে পারে বলে মনে করা হয়।

তাই দেরি না করে, আপনার রাশি অনুযায়ী আপনিও পরিবর্তন করতে পারেন আপনার বাড়ির দরজার অবস্থান। আর সেই সঙ্গে বদলে যেতে পারে আপনার ভাগ্যের চাকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!