এখন পড়ছেন
হোম > জাতীয় > অনেক ঢাক-ঢোল পিটিয়েও গান্ধী পরিবারের আনুগত্য থেকে বেরোতে পারল না কংগ্রেস

অনেক ঢাক-ঢোল পিটিয়েও গান্ধী পরিবারের আনুগত্য থেকে বেরোতে পারল না কংগ্রেস

অবশেষে যবনিকার পতন হল। রাহুল গান্ধীর পরে সভাপতি হিসেবে সেই গান্ধী পরিবারের উপরই ভরসা রাখল কংগ্রেস। বস্তুত, লোকসভা নির্বাচনে এবার কংগ্রেসের ভরাডুবির পর দলের সমস্ত ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে নিজের পদ থেকে পদত্যাগ করতে চেয়ে ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। আর তখন থেকেই শুরু হয়েছে তীব্র নাটক।

রাহুল গান্ধী যাতে কোনভাবেই পদত্যাগ না করে, তার জন্য কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা তার কাছে অনুরোধ জানাতে শুরু করেন। কিন্তু নাছোড়বান্দা রাহুলও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি কিছুতেই। আর এই রকমভাবেই বেশ কিছুদিন ধরে কানামাছি ভোঁ ভোঁ খেলা চলছিল।

অবশেষে শনিবার রাহুল গান্ধীর উত্তরসূরি খুঁজতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্রের খবর, বেলা 11 টার সময় ওয়ার্কিং কমিটি একদফা এআইসিসির দফতরে বৈঠক করে নেয়। আর তারপর সেখানে যোগ দেন বিভিন্ন রাজ্যের নেতারা। আর সেখানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন নেতারা কে কংগ্রেসের পরবর্তী সভাপতি হবে, তা নিয়ে রাজ্যগুলির কাছে মতামত নেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে ভেবেছিলেন, হয়ত বা এবার পরিবারতন্ত্র থেকে বেরিয়ে এসে রাহুল গান্ধীর পরবর্তী সভাপতি হিসেবে গান্ধী পরিবারের বাইরে থেকে কাউকে বেছে নেবে কংগ্রেস। কিন্তু তা আর হয়ে ওঠা হল না। যখন কংগ্রেসের রাহুল গান্ধীর উত্তরসূরি হিসেবে কার নাম ঘোষণা করা হচ্ছে, সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ, ঠিক তখনই সকলের স্বপ্নকে ভেঙে চুরে দিয়ে অন্তর্বর্তীকালীন সভাপতি পদে বসানো হয় সেই সোনিয়া গান্ধীকে।

জানা যায়, এদিন এই গোটা ঘোষণা রাত নটায় হওয়ার কথা থাকলেও তা 11 টা পেরিয়ে যায়। তবে যে সোনিয়া গান্ধী দীর্ঘদিন কংগ্রেস সভাপতি থাকার পর তার ছেলেকে কংগ্রেসের সভাপতি করে তরুণ তুর্কীদের দিয়ে এগিয়ে যাচ্ছিল, সেখানে গান্ধী পরিবার থেকে বেরিয়ে রাহুল গান্ধী সভাপতি পদে না থাকতে চাইলে অন্য কাউকে সভাপতি করলে কী খুব ক্ষতি হত!

কেন ফের সোনিয়া গান্ধীকেই সভাপতি করতে হল! তাহলে কি কংগ্রেস কখনই গান্ধী পরিবারের বাইরে বেরোতে পারবে না! পরিবারতন্ত্রকে সম্বল করেই কি এগিয়ে যাবে হাত শিবির! এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!