এখন পড়ছেন
হোম > অন্যান্য > ক্রোড়পতি লীগ IPL-এর টাইটেল স্পনসর শেষ পর্যন্ত কে? VIVO সরে যাওয়ায় সৌরভদের কাছে শাপে বর?

ক্রোড়পতি লীগ IPL-এর টাইটেল স্পনসর শেষ পর্যন্ত কে? VIVO সরে যাওয়ায় সৌরভদের কাছে শাপে বর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্চ মাসে এসেছিল করোনা ভাইরাসের চমক। সেই চমক কাটিয়ে উঠতে না উঠতেই ভারত চীন সীমান্তে উতপ্ত পরিস্থিতি নিয়ে আবারও চমক পেয়েছিল দেশবাসী। তবে সেখানেই থেমে থাকেনি এর গতি, ধীরে ধীরে প্রবেশ করেছে খেলার মাঠেও। আর সেখানেই শুরু হয়েছে স্পন্সরশিপ আদায় করে চমকে দেওয়ার লড়াই।

খোলসা করে বললে ব্যাপারটা যা দাঁড়ায়, তা হলো বর্তমানে ভারতের আইপিএল এর টাইটেল স্পন্সর কে হবে। কিছুদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে শুরু হয়েছে ডিজিটাল স্ট্রাইক। সঙ্গে রয়েছে চিনা দ্রব্য বর্জনের ডাক। একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ ও হয়েছে ভারতে। এবার সেই সময় ভারতের আইপিএল এর স্পন্সর হিসেবে নাম সরিয়ে নিয়েছে ভিভো নামে চিনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি। ফলে বেশ বড় ধাক্কা খেয়েছিল বিসিসিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এহেন পরিস্থিতিতে কে হবে স্পন্সর, সেই প্রতিযোগিতায় ছিলো অ্যামাজন থেকে বাইজুর এর মত সংস্থা। এবার সেখানেই হয়তো দেখা যাবে বাবা রামদেবের পতঞ্জলি কোম্পানিকে, এমনটাই মনে করছেন অনেকে। আইপিএল এ নিজেদের আত্মপ্রকাশের মাধ্যমে ব্যবসার আরও প্রসার ঘটানোই যে তাদের লক্ষ তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে এতে সৌরভ গাঙ্গুলির বা বোর্ডের শাপে বর হল কিনা তা এখনই বোঝা যাচ্ছে না।

স্পন্সরশিপ পাওয়া সংস্থা এর লোগো এবং নাম খেলোয়াড়দের জার্সি থেকে শুরু করে খেলার মাঠের প্রায় সর্বত্র থাকে। তাই স্পনসর শিপ আদায়ের টাকাও যে মোটা মাপের হবে সেটা স্বাভাবিক। তবে ভিভো এতদিন ৪৪০ কোটি টাকা দিয়ে আসত। সেই তুলনায় এখন ততটা না পাওয়া গেলেও অনেকটা আশা করছেন বোর্ডের কর্তারা। কারণ দেশের অর্থনৈতিক সমস্যা থাকলেও লড়াই যে খুব একটা সহজ হবে না, সেটা জানা কথা।

এখন পতঞ্জলির সঙ্গে রয়েছে আন অ্যাকাডেমি এর মত লার্নিং অ্যাপ। তারা বিড পেপার নিয়েছে বলেও জানা গেছে। সেক্ষেত্রে ১৮ তারিখের মধ্যে বোর্ডের তরফ থেকে স্পন্সর এর নাম ঘোষণা হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত কে যেতে সেটাই দেখার অপেক্ষায় সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!