এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়ই কি পরবর্তী রাজ্য সভাপতি? কি বললেন দিলীপ ঘোষ?

মুকুল রায়ই কি পরবর্তী রাজ্য সভাপতি? কি বললেন দিলীপ ঘোষ?


মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকেই গুঞ্জনটা ছিল যে তিনি বিজেপিতে যোগ দিলেই গাড়ি ছাড়তে হতে পারে বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে, আর তাঁর স্থলাভিষিক্ত হবেন মুকুল রায়। এরপর যখন মুকুল রায় পশ্চিমবঙ্গ থেকে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ না দিয়ে সরাসরি দিল্লি থেকে বিজেপিতে যোগ দেন এবং তারপরেই দিলীপ বাবু মুকুল রায়ের বিজেপিতে আগমনকে ‘চাটনির’ সঙ্গে তুলনা করেন, তখন জল্পনা তীব্রতর হয়। কিন্তু বিজেপিতে যোগ দিয়ে রাজ্যে এসেই পোড়খাওয়া রাজনীতিক মুকুল রায় বলেন দিলীপ ঘোষই বাংলায় তাঁর ক্যাপ্টেন। কিন্তু তাতেও কি থামে জল্পনা?
বিজেপি কর্মীদের মতে মুকুলবাবু ধীরে ধীরে কর্মী-সমর্থকদের ‘নয়নের মণি’ হয়ে উঠেছেন। একদিকে একের পর এক আক্রমন করে শাসকদলকে ব্যতিব্যস্ত করে তুলছেন অন্যদিকে তাঁর হাত ধরে বঙ্গ-বিজেপির পালে নতুন করে হাওয়া উঠেছে, যাকে অস্বীকার করার কোনো উপায় নেই। মুকুলবাবুর নিজের বক্তব্য, প্রাথমিক সদস্য পদ পাওয়ার পর আমি একজন সাধারণ বিজেপি কর্মী মাত্র। আমি দলের সিদ্ধান্ত মতো কাজ করছি, আমার দক্ষতাকে কাজে লাগানো হচ্ছে সংগঠনে ও নির্বাচনী কাজে। এই পরিস্থিতিতে মুকুল রায়কে নিয়ে দিলীপ ঘোষ শিলিগুড়ি পৌঁছালে সাংবাদিকদের উত্তরে তিনি জানান, মুকুল রায় অনেক বড় নেতা, আপাতত তিনি পার্টির মধ্যে একজন কর্মী হিসেবে কাজ করছেন। রাজ্যে কাজ করলে নিশ্চয়ই রাজ্য সভাপতির অধীনে কাজ করবেন। এরপর রাজ্য বিজেপিতে কোনো বিভেদই নেই বোঝাতে দিলীপবাবু আরো যোগ করেন, কোনও বনাম নয়, রাজ্য সভাপতি রাজ্য সভাপতিই। পশ্চিমবাংলায় সে-ই প্রধান, এটা আমাদের সংবিধান অনুযায়ী চলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!