এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ট্রেডিশন বজায় রেখে আজ ফের মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, হোয়াটসআপে ঘুরছে আঙ্কোর প্রশ্নপত্র

ট্রেডিশন বজায় রেখে আজ ফের মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, হোয়াটসআপে ঘুরছে আঙ্কোর প্রশ্নপত্র

প্রথমে বাংলা, পরে ইংরেজি,তারপর ইতিহাস, এখানেই শেষ নয় ফের ভূগোলের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার পর ট্রেডিশন বজায় রেখে আজ সোমবার পরীক্ষার পঞ্চম দিনও প্রশ্নপত্র ফাঁস হলো।

আজ ছিল অনেক পরীক্ষা। আর পরীক্ষা শুরুর ঠিক আধ ঘণ্টা পর, বেলা সাড়ে বারোটা নাগাদ জানা যায়, হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে অঙ্কের প্রশ্নপত্র।

প্রথমদিন প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর মানুষের মনে প্রশ্ন জেগেছিলো ইটা ভুল প্রশ্নপত্র। কিন্তু পরীক্ষা শেষ হতেই আসল প্রশ্নপত্রের সঙ্গে হোয়াটসঅ্যাপে ঘোড়া প্রশ্নপত্র মিলিয়ে দেখা যায় সে সেটা একেবারে সঠিক। পরের দিগুলিতেও সেই একই কান্ড ঘটেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে জল গড়িয়েছে অনেকদূর। বেশ অস্বস্তিতে পড়ে মধ্যশিক্ষা পর্ষদ তদন্ত করতে দায়িত্ব দেয় বিধাননগর সাইবার সেলকে। তাঁবুও এই প্রশ্ন ফাঁস হওয়ায় দ্বায়িত্ব পায় সিআইডি। এই নিয়ে ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এরপরেও আজ ফের প্রশ্ন ফাঁস হওয়ায় মাথায় হাত পড়েছে
মধ্যশিক্ষা পর্ষদ সহ শিক্ষাক্ষেত্রে। কেননা আর মোটে ২ দিন পরীক্ষা হলেই মাধ্যমিক শেষ। ফলে সেখানেও যদি একই কান্ড ঘটে তাহলে আর মুখ লুকানোর জায়গা পাবে না রাজ্যে প্রশাসন। এমনটাই মনে করছেন রাজনৈতিক থেকে শিক্ষকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!