এখন পড়ছেন
হোম > জাতীয় > স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই নিয়ে নালিশ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস

স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই নিয়ে নালিশ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস


আরএসএস প্রভাবিত সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে বিএসএফ-এর ডিজি কেকে শর্মা। শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে এই অভিযোগ অনেক আগেই গৈরিকিকরণের অভিযোগ উঠেছিলো।সেনাবাহিনীর মধ্যে গৈরিকিকরণের অভিযোগ উঠলো।বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন,তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ জানানো হবে।সংঘ পরিবারের মদতপুষ্ট হলো কেন্দ্রের শাসকদল বিজেপি । আর এই সংঘ পরিবারের মত অনুগামী একটি শাখা সংগঠন হচ্ছে সীমান্ত চেতনা মঞ্চ । এখন রাজনীতির বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে মহানির্দেশকের মঞ্চে উপস্থিতির পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে না তিনি আইপিএস অফিসার পদের যোগ্য সম্মান করতে অসমর্থ।এছাড়াকেবলমাত্র বর্ণময় উপস্থিতি নয় ঐ মঞ্চে মাননীয় মহানির্দেশক বক্তব্য ও রাখেন। তাঁর বক্তব্যের বিষয় ছিলো রাজ্যের বিএসএফের কার্যপ্রণালী ও আগামী দিনের কর্ম পরিকল্পনা। প্রকাশ জনসভায় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক এর বক্তব্য দেশের সুরক্ষার জন্যে কতটা নিরাপদ সে বিষয়ে জনমানসে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে । অবশ্য এই বিষয়ে একদম নিশ্চুপ সীমান্ত চেতনা মঞ্চে্র শীর্ষ নেতৃত্ব ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!