এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর অস্ত্রে শান দিয়ে বিজেপি বধের দিকে এগোচ্ছে এই পার্টি, চাপ বাড়ছে মোদির!

মুখ্যমন্ত্রীর অস্ত্রে শান দিয়ে বিজেপি বধের দিকে এগোচ্ছে এই পার্টি, চাপ বাড়ছে মোদির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অভূতপূর্ব জয় উদ্বুদ্ধ করেছে রাজ্যের একাধিক বিরোধী শিবিরকে। ক্রমশ যেন বিরোধী শিবিরের রোল মডেল হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে, কিংবা তাঁর বিরোধী মুখ হিসেবে জাতীয় রাজনীতিতে ক্রমশ প্রভাব বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবার তৃণমূলের শ্লোগানকে ধার করে বিজেপির বিরুদ্ধে আসরে নামলো উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি।

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। এই স্লোগান নিয়ে বিজেপির একাধিক কটাক্ষ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-কর্মীর মুখে এই স্লোগান শোনা গেছে। এবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মুখ্যমন্ত্রীর এই শ্লোগানকে ধার করেছেন। ‘খেলা হবে’ স্লোগানের ভোজপুরি অনুবাদ করা হয়েছে ‘খেলা হোই’। যে স্লোগানের ইতিমধ্যেই উত্তরপ্রদেশে ব্যবহার শুরু হল বিজেপির বিরুদ্ধে প্রচারে। বারানসি, কানপুরের বেশ কিছু স্থানে এই স্লোগান দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের পর এবার উত্তরপ্রদেশেও খেলা হবে স্লোগান এভাবে শুরু হলো। বারাণসীতে বেশ কিছু স্থানে দেখা যাচ্ছে সমাজবাদী পার্টির প্রতীক সাইকেলের পাশে লেখাটা হয়েছে ২০২২ এ খেলা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর মূল উদ্যোগ নিয়েছেন কানপুরে সমাজবাদী পার্টির সভাপতি ডক্টর ইমরান। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তৃণমূলের স্লোগানকে তাঁরা ধার করেছেন। তাঁর কথায়, বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতারা যে কদর্য ভাষা ব্যবহার করেছিলেন, তার জবাব তাঁরা পেয়েছেন। এবার তাঁরা কানপুর শহর জুড়ে এই হোডিং লাগিয়ে দেবেন। এবার উত্তরপ্রদেশে খেলা শুরু হয়ে গেছে। বাংলায় যা হয়েছে, উত্তর প্রদেশেও তার পুনরাবৃত্তি ঘটবে বলে তিনি জানিয়েছেন।

তৃণমূলের পক্ষ থেকে সমাজবাদী পার্টির এই উদ্যোগকে বিশেষভাবে স্বাগত জানানো হয়েছে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এ প্রসঙ্গে জানিয়েছেন যে, সমাজবাদী পার্টি যদি চায় তবে উত্তরপ্রদেশে এই খেলার অংশ নিতে রাজি আছেন তাঁরা। সম্প্রতি উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য আসার পর যথেষ্ট উদ্বুদ্ধ সমাজবাদী পার্টি। আগামী বছরে উত্তরপ্রদেশে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে বিজেপিকে একেবারে মাত করে দিতে তৃণমূলের স্লোগান ব্যবহার করে এবার আসরে নেমে পড়লো সমাজবাদী পার্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!