এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকারের অস্বস্তি কি ক্রমেই বাড়িয়ে দিচ্ছে ভুয়ো ভ্যাকসিন কান্ড? মুখ্যমন্ত্রীর বিশেষ পদক্ষেপে বাড়ছে তীব্র জল্পনা

সরকারের অস্বস্তি কি ক্রমেই বাড়িয়ে দিচ্ছে ভুয়ো ভ্যাকসিন কান্ড? মুখ্যমন্ত্রীর বিশেষ পদক্ষেপে বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর যে বিষয়টি নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার, তা হলো ভুয়ো ভ্যাকসিন কান্ড। অভিযুক্ত দেবাঞ্জন দেব সরকার-প্রশাসনের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতিমূলক কারবার চালিয়েছে। আবার, একাধিক পোস্টার-ব্যানার, এমনকি ফলকে পর্যন্ত হেভিওয়েট তৃণমূল নেতা-মন্ত্রীদের সঙ্গে পাওয়া গেছে অভিযুক্ত দেবাঞ্জন দেবকে। যার ফলে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। এ বিষয়ে সরকারের চাপ ক্রমশ বাড়িয়ে তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি। এবার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা- মন্ত্রীদের ছবি প্রকাশ্যে আসায়, অস্বস্তি বেড়েছে সরকারের। এই ছবিগুলি নিয়ে সরব হয়ে উঠেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, সরকারের ছত্রছায়ায় থেকে এই ধরনের জালিয়াতি, চিটিংবাজি করেছেন দেবাঞ্জন দেব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে, তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা না থাকলে, এই ধরনের কেলেঙ্কারি করবার সাহস পেতেন না দেবাঞ্জন দেব।

এর তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। এর পেছনে রাঘববোয়ালদের মদত না থাকলে, এই জালিয়াতি সম্ভব হতো না। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্য সরকারের কাছে ভ্যাকসিন নিয়ে শ্বেতপত্রের দাবি জানিয়েছেন। তিনি জানিয়েছেন রাজ্যে কত ভ্যাকসিন এসেছে, তার সংখ্যা স্পষ্ট করুক রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর সঙ্গে এ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। এরপর পুলিশ কমিশনারকে তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত যাতে কোনোভাবেই ছাড়া না পেতে পারে, সে বিষয়ে নজর রাখতে বলেছেন তিনি।

তার বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যাতে এই ধরনের অন্যায় করার আগে কেউ দুবার ভাবে। এরপর একাধিক থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। যারা নেতৃত্ব দিতে চলেছেন জয়েন্ট সিপি(ক্রাইম) মুরলীধর শর্মা। আজ ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেবের সংস্থার তিন জন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

যাদের মধ্যে একজন হল শান্তনু মান্না, ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্প আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা থাকতো তার। অপর দুই অভিযুক্ত নাম হল শান্তনু দাস ও রবিন সিকদার। তাদের বিরুদ্ধে কলকাতা পুরসভার নামে ভুয়ো ব্যাংক একাউন্ট খোলার অভিযোগ রয়েছে। জানা গেছে, কারবার চালাতে এই সংস্থা ১৩ জনের একটি টিম গঠন করেছিল। এই ১৩ জনের মধ্যে ১১ জনকে সম্প্রতি চিহ্নিত করা সম্ভব হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!