এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘ভাষার’ স্বীকৃতি নিয়ে উত্তাল উত্তরবঙ্গ! প্রভাবশালী নেতাকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

‘ভাষার’ স্বীকৃতি নিয়ে উত্তাল উত্তরবঙ্গ! প্রভাবশালী নেতাকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গের অধিবাসী রাজবংশী বা কামতাপুরি জনজাতির ভাষার নাম রাজবংশী না কামতাপুরি রাখা হবে? তা নিয়ে বিতর্ক চলছে দীর্ঘ সময় ধরে। এই ভাষার বিষয়ে একাডেমী খোলা হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। জলপাইগুড়িতে এই ভাষার একাডেমীর নাম রাখা হয়েছে কামতাপুর ভাষা একাডেমী। কিন্তু কোচবিহারে এর নাম রাখা হয়েছে রাজবংশী ভাষা একাডেমী।

এক ভাষার এই দুই নাম রাখার ফলে ক্ষুব্দ হয়েছেন কামতাপুর ঐক্য মঞ্চের সদস্যেরা। এই পরিস্থিতিতে গতকাল রবিবার দুপুরে গ্রেটার কোচবিহার সংগঠনের নেতা বংশী বদন বর্মনকে ময়নাগুড়িতে আটকে রেখে তাদের বিক্ষোভ প্রকাশ করেন কামতাপুরী ঐক্য মঞ্চের একাধিক সদস্য। শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হলেন বংশীবদন বর্মন।

এক ভাষার দুই নাম নিয়ে বিভিন্ন সময়ে মতান্তর, বিতর্ক শুরু হয়েছে। কামতাপুর পিপলস পার্টির সমর্থকরা দাবি জানিয়েছেন যে, এই ভাষার নাম রাখা হোক কামতাপুরী ভাষা। কিন্তু গ্রেটার কোচবিহার পিপলস বা ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা এর নাম রাখতে চান রাজবংশী। গতকাল রবিবার দুপুরে ময়নাগুড়ির আমগুড়ির বসুনিয়া বাড়ির পুজো দেখতে এসেছিলেন গ্রেটার কোচবিহার সংগঠনের নেতা বংশীবদন বর্মন।

গ্রেটার কোচবিহারের নেতা বংশীবদন বর্মন ময়নাগুড়িতে এসেছেন শুনেই ময়নাগুড়ি রেলগেটে কামতাপুর ঐক্য মঞ্চের সদস্যরা তাঁর গাড়ি আটকে ক্ষোভ প্রকাশ করলেন। এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত, গাড়ি ঘুরিয়ে নিয়ে ফিরে যান বংশীবদন বর্মন, দীর্ঘ সময় ধরে আটক থাকার পর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই ঘটনা প্রসঙ্গে বংশী বদন বর্মন জানিয়েছেন যে, গতকাল তিনি একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে ময়নাগুড়ি যাচ্ছিলেন। সেই সময় ময়নাগুড়ির রেলগেটে তাঁকে আটকে বিক্ষোভ দেখালেন বেশকিছু মানুষ। বিক্ষোভের কারণে তিনি ফিরে আসতে বাধ্য হন। এক ভাষার দুটি নামের বিষয়টি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, এই ভাষার নাম কি হবে? তা স্থির করে দিন ভাষাবিদরা।

অন্যদিকে, গতকালের ঘটনা সম্পর্কে কামতাপুর ঐক্য মঞ্চের সভাপতি ধীরেন রায় জানালেন যে, উত্তরবঙ্গের একটা বিরাট অংশের মানুষ কামতাপুর ভাষায় কথা বলে থাকেন। এই ভাষার স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলেছে। বহু মানুষ এই ভাষার দাবি আদায় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সম্প্রতি, সরকার তাদের দাবি মেনে নিয়েছে। কিন্তু এরপরও দেখা যাচ্ছে এই ভাষার জন্য কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে দুই নামে দুই একাডেমি খোলা হয়েছে। যা তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!