এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি রাজ্য সভাপতি নিয়ে চূড়ান্ত রহস্য, বাড়ছে জল্পনা – কে হচ্ছেন? কবে ঘোষণা?

বিজেপি রাজ্য সভাপতি নিয়ে চূড়ান্ত রহস্য, বাড়ছে জল্পনা – কে হচ্ছেন? কবে ঘোষণা?


বিগত বেশ কয়েকদিন ধরে বিজেপির রাজ্য সভাপতি পদ নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা, ক্রমশ বাড়ছে রহস্য। প্রতি মুহূর্তেই ভেসে উঠছে নতুন নতুন জল্পনা – সামনে আসছে নতুন নতুন সমীকরণের গল্প। কিছু সংবাদমাধ্যমে এই নিয়ে কিছু খবর প্রকাশিত হলেও – বুক ঠুকে কি হচ্ছে বলার জায়গায় নেই কেউই। আর জল্পনা আরো বেড়েছে – এই নিয়ে গেরুয়া শিবিরের প্রায় সব শীর্ষনেতাই মুখে কুলু আঁটায়। অনেকে তো আবার বিতর্কের ভয়ে পরিচিতদেরও ফোন তোলা বন্ধ করে দিয়েছেন বলে সূত্রের খবর। এমনকি, এই সভাপতি পদ নিয়ে এক গুরুত্ত্বপূর্ন কেন্দ্রীয় চরিত্রের কলকাতার বাড়িতে এক বৈঠক হওয়ার কথা থাকলেও – সেখানে আদৌ বৈঠক হয়েছে কিনা তা নিয়েই মুখ খুলছেন না বৈঠকে উপস্থিত সাম্ভাব্য নেতা-কর্মীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অবশেষে অনেক সাধ্য-সাধনার পরে কিছুতেই নাম প্রকাশ করা যাবে না এই শর্তে এক রাজ্য নেতা জানালেন, দেখুন ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল, কোনো আঞ্চলিক দল নয় যে যে কেউ একজন দুম করে কাউকে বলে দেবে কাল থেকে তুমি রাজ্য সভাপতি থাকবে না বা হবে। এখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুনিপুনভাবে আলোচনা করে সহমতের ভিত্তিতে নেওয়া হয়। তাছাড়া রাজ্য সভাপতির মত গুরুত্ত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সঙ্ঘের মতামত অত্যন্ত গুরুত্ত্ব পায়, কেননা সঙ্ঘের সাথে বিজেপির সম্পর্ক অত্যন্ত সম্মানের। তবে একটা ব্যাপার নিশ্চিত, রাজ্য সভাপতি নিয়ে দল যে সিদ্ধান্তই নিক তা এই সপ্তাহেই ঘোষণা হয়ে যাবে, খুব সম্ভবত আগামীকাল বা পরশু সবাই এই নিয়ে সবকিছু স্পষ্টভাবে জানতে পারবেন। মুকুলবাবুকে নিয়ে এই মুহূর্তে কিছু ঘোষণা না হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা মুকুলবাবুকে নিয়ে একটি চূড়ান্ত ‘চমক’ দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা – রাজ্য সভাপতি পদে কে আসীন হতে চলেছেন এবং কোন সমীকরণে তাও বিস্তারিতভাবে জানালেন – কিন্তু এখন ‘সঠিক’ সময় নয় বলে কথা আদায় করিয়ে নিয়েছেন যে তা কিছুতেই প্রকাশ করা যাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!