এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গ্রেপ্তার করিয়ে চাপে রাখার চেষ্টা! পঞ্চায়েতের মুখে প্রকাশ্যে শাসকের কৌশল!

গ্রেপ্তার করিয়ে চাপে রাখার চেষ্টা! পঞ্চায়েতের মুখে প্রকাশ্যে শাসকের কৌশল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের প্রথম দিন থেকে উত্তপ্ত হয়েছে বাংলার বিভিন্ন এলাকা। বিরোধীদের পক্ষ থেকে একটাই অভিযোগ করা হচ্ছে, শাসক দল তাদের ভয় পাচ্ছে। আর সেই কারণে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। তবে এতদিন তৃণমূলের দুষ্কৃতীরা সেই কাজ করছিল বলে অভিযোগ উঠেছিল। তবে এবার পুলিশ প্রশাসন এবং সরকারি কর্মীদের কাজে লাগিয়ে বিরোধীদের চমকে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি ভারতীয় জনতা পার্টির‌। এদিন সেই বিষয়ে রীতিমত রাজ্যকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দল যে জঘন্য রাজনীতি করা শুরু করেছে, তা নিয়ে সরব হন তিনি। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পুরনো, নতুন বিভিন্ন মামলায় বিরোধী নেতাদের ডাকা হচ্ছে, তাদের বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। তৃণমূলের সংগঠনের কোনো জোর নেই. তাই ভোটে ভয় পাচ্ছে. যার জন্য এই সমস্ত কাজ করে তারা বিরোধীদের চমকানোর চেষ্টা করছেন।”

তবে দিলীপ ঘোষ এই কথা বললেও তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, ভোটে জয়লাভ করা তো দূরের কথা, দিলীপ ঘোষ নিজের বুথে প্রার্থী পর্যন্ত দিতে পারেননি। তাই যাদের প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা নেই, তারা এই ধরনের কথা বলে ময়দানে টিকে থাকতে চাইছেন। মানুষ উন্নয়নের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!