এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিডিওদের বিরুদ্ধে দুর্নীতির ভয়ংকর অভিযোগ! পঞ্চায়েতের মুখে জেরবার নবান্ন!

বিডিওদের বিরুদ্ধে দুর্নীতির ভয়ংকর অভিযোগ! পঞ্চায়েতের মুখে জেরবার নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনের মুখে শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ করছে বিরোধীরা। মূলত যে সরকারি দপ্তর থেকে এই নির্বাচন পরিচালিত হয়, সেই বিডিও অফিস থেকেই সমস্ত চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ বিরোধী নেতাদের। আর এবার রাজ্যের অস্বস্তি বাড়িয়ে সেই বিডিওদের নিয়ে বড়সড় তথ্য দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, বিডিও দপ্তরগুলো দুর্নীতির আতুড়ঘরে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, এদিন বিডিওদের নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এখানে তিনি বলেন, “বিডিওরাই এই সমস্ত কাজ করছেন। হয় তারা ভয়ে এই কাজ করছেন, তা না হলে সরকারের চোখে ভালো হওয়ার জন্য বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও তা চক্রান্ত করে বাতিল করে দিচ্ছেন। বিডিও অফিসগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এই অফিস থেকেই আবাস যোজনা সহ একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে।”

বলা বাহুল্য, অনেক জায়গাতেই বিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও তা বাতিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। যাকে কার্যত বেনজির বলেই মনে করছেন একাংশ। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে আদালতেও অস্বস্তির মুখে পড়েছে রাজ্য। আর এই পরিস্থিতিতে বিডিও অফিস যে গোটা ঘটনায় মূল চক্রান্ত করছে, সেই ব্যাপারে মন্তব্য করে নবান্নের অস্বস্তি বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!