এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অবশেষে জট কাটিয়ে কি শোভন চট্টোপাধ্যায়ের জন্য জোড়া সুখবর অপেক্ষা করছে গেরুয়া শিবিরে?

অবশেষে জট কাটিয়ে কি শোভন চট্টোপাধ্যায়ের জন্য জোড়া সুখবর অপেক্ষা করছে গেরুয়া শিবিরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে শোভন চট্টোপাধ্যায় বিজেপির নেতা নাকি তৃণমূলে পা বাড়াবেন, সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রায় এক বছরের বেশি সময় হল, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু গেরুয়া শিবিরে নাম লেখালেও কার্যত ঘরে বসে থাকতে দেখা গেছে তাকে। তৃণমূল ছাড়ার পর তার রাজনৈতিক কারিশমাকে হাতিয়ার করে বিজেপি তৃণমূলকে ব্যাপকভাবে চাপে ফেলবে বলে মনে করেছিল একাংশ‌।

কিন্তু তেমন কিছু হয়নি। উল্টে যত দিন যাচ্ছে, ততই দলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি করেছেন একাংশ। সাম্প্রতিক কালে তিনি আবার তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে এবার তার তৃণমূলের ফেরার সম্ভাবনাকে কার্যত ধুলিস্যাৎ করে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে বড়সড় কোনো জায়গা পেতে পারেন বলে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

বিশেষ সূত্রের খবর, এবার শোভন চট্টোপাধ্যায়কে বড় কোনো পদ দেওয়া হতে পারে বলে বিজেপির অন্দরে আলোচনা চলছে। এমনকি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিট পেতে পারেন বলেও জানা যাচ্ছে। ফলে দীর্ঘদিন আগে বিজেপিতে যোগ দেওয়ার পরেও যেভাবে তিনি কার্যত নিষ্ক্রিয় ছিলেন, এবার তাকে যদি পদ দেওয়া হয়, তাহলে তিনি সেই বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনের আগে পাকাপাকিভাবে ময়দানে নেমে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে পারেন বলে দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা শোভন চট্টোপাধ্যায়ের মত মুখ কলকাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাকে মুখ করেই বিগত দিনে পৌরসভা নির্বাচনে সাফল্য পেয়েছে তৃনমূল কংগ্রেস। সেদিক থেকে তার মত হেভিওয়েট ব্যক্তি বিজেপিতে আসার পর তৃণমূল ভেঙে কলকাতায় খান খান হয়ে যাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু বিজেপিতে সেভাবে রাজনৈতিক কার্যকলাপ না চালানোর ফলে শোভন চট্টোপাধ্যায়কে পেয়েও কোনোরূপ লাভ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি।

তবে এবার ধীরে ধীরে বিজেপির সঙ্গে হয়ত বা সু-সম্পর্ক হতে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের। আর তাই তাকে এবার গুরুত্বপূর্ণ পদে পদে বসাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ফলে যদি এই সম্ভাবনায় সত্যি সত্যিই সীলমোহর পড়ে, তাহলে আগামীদিন শোভন চট্টোপাধ্যায়কে দিয়ে তৃণমূলের ঘুম উড়িয়ে দিতে পারে গেরুয়া শিবির বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, “সম্প্রতি বাংলায় বিজেপির ভোট বেড়েছে। বিজেপি বাংলায় প্রায় 40 শতাংশের সমর্থন পেয়েছে। মানুষ সব কিছুই দেখছে। সবদিক দেখেই তারা সিদ্ধান্ত নেবেন। সময় সব উত্তর দেবে। করোনা কাটলেই আমি কি করব, তা স্পষ্ট করে দেব।” সব মিলিয়ে এখন শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে গুরুত্বপূর্ণ পদ পান, নাকি তিনি দলবদলের মত সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!