এখন পড়ছেন
হোম > জাতীয় > ইন্ডিয়া জোটের নামে ভারত ভাগের ষড়যন্ত্র? ক্ষমতা দখলে স্বপ্নভঙ্গ মমতাদের!

ইন্ডিয়া জোটের নামে ভারত ভাগের ষড়যন্ত্র? ক্ষমতা দখলে স্বপ্নভঙ্গ মমতাদের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিজেপিকে আটকাতে দেশজুড়ে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। যে জোটে রয়েছেন লালু প্রসাদ যাদব থেকে শুরু করে নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে স্ট্যালিন, প্রত্যেকেই। এতদিন বিজেপি অভিযোগ করেছে, এই ইন্ডিয়া জোট দেশের উন্নতি আটকে দিতেই তৈরি হয়েছে। আর এবার সেই জোটকে নিয়ে ভয়ংকর তথ্য সামনে এলো। পুরনো স্মৃতি উসকে শুভেন্দু অধিকারী দাবি করলেন, দেশ কি আবার ভাগ হবে নাকি! 26 জন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন ,আর দেশ কি 26 টুকরোতে বিভক্ত হবে!

প্রসঙ্গত, এদিন ইন্ডিয়া জোটের বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়। যে ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, “মহম্মদ আলি জিন্না এবং জহরলাল নেহেরুর মধ্যে কে প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে একবার দেশ দুই ভাগে বিভক্ত হয়েছিল‌। ইন্ডিয়া জোটে 26 জন নেতা নেত্রী রয়েছেন, 26 জন প্রধানমন্ত্রী হবেন নাকি! আমরা কি এতই বুদ্ধ! দেশ কি 26 টুকরোতে ভাগ হবে নাকি!”

একাংশ বলছেন, বিজেপিকে আটকাতে ইন্ডিয়া জোট তৈরি হলেও তার সার্থকতা নিয়েই একটা বড় প্রশ্ন রয়েছে। কে প্রধানমন্ত্রী হবেন, আর কতদিনের জন্য প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে খুব তাড়াতাড়ি আসন সমঝোতা হলেই দড়ি টানাটানি শুরু হয়ে যেতে পারে। ফলে ইন্ডিয়া জোট যে ভবিষ্যতে ব্যর্থ হচ্ছেই, তা নিয়ে নিশ্চিন্ত দেশের শাসক শিবিরও। তবুও সেই জোটের নেতা-নেত্রীদের বাড়বাড়ন্তের শেষ নেই। তাই বাধ্য হয়েই অতীতের কথা তুলে ধরে ভবিষ্যতে দেশ যাতে আর বিভক্ত না হয়, তার জন্যই ইন্ডিয়া জোট দেশের পক্ষে যে অত্যন্ত মারাত্মক এবং চিন্তার কারণ, তা বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক দুদিন ব্যাপী মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছে। আর সেই বৈঠকে একাধিক অসন্তোষ মূলক বিষয় প্রকাশ্যে এসেছে। ফলে এটা জোট নাকি ঘোট, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর এই পরিস্থিতিতে ক্ষমতা দখলে মমতা বন্দ্যোপাধ্যায়রা বিভোর থাকলেও, তা দেশ টুকরোর খন্ডে শুভেন্দু অধিকারীর বক্তব্যে ধুয়ে মুছে সাফ হওয়ার জোগাড় বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!