এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জাতীয় যুব দিবসের দিনে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা বিজেপির

জাতীয় যুব দিবসের দিনে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ জাতীয় যুব দিবসের দিনে একটি বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা নিল বিজেপি। আগামী ১২ ই জানুয়ারি কলকাতায় একটি বিরাট মিছিলের আয়োজন করতে চলেছে বিজেপি। জানা গেছে এই মিছিলে বিজেপির কোন পতাকা ব্যবহার করা হবে না। পরিবর্তে জাতীয় পতাকা ও স্বামীজীর ছবি নিয়ে চলবে এই বিরাট মিছিল। এই মিছিলে যোগদান করতে চলেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ একাধিক গুরুত্বপূর্ণ বিজেপি নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘বিবেকের ডাক’ কর্মসূচি।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী ১২ ই জানুয়ারি স্বামীজীর জন্মদিনের দিনে কলকাতায় এক বিরাট মিছিলের আয়োজন করতে চলেছে বিজেপি। জানা গেছে সেদিন নেতাজি মূর্তির পাদদেশে থেকে শুরু করে স্বামীজি মূর্তির পাদদেশে পর্যন্ত চলবে বিজেপির এই পদযাত্রা। এই মিছিলে যোগদান করতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে এক মঞ্চে দেখা গেছে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে। ঝাড়গ্রামের পর আজ আবার একসঙ্গে নন্দীগ্রামে সভা করতে চলেছেন তাঁরা। তবে,সভা করলেও এই প্রথম তাঁরা একসঙ্গে মিছিল করতে চলেছেন। আগামী ১২ ই জানুয়ারি বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজেপির এই কর্মসূচিতে যোগদান করতে চলেছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় প্রমুখ নেতৃত্বও।

প্রসঙ্গত, বিজেপিকে বারবার বহিরাগতের দল বলে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তারপর থেকেই মহাপুরুষদের শ্রদ্ধা জানিয়ে নিজেদের বাঙালি সংস্কৃতির সম্পৃক্ত বলে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। তাই নেতাজির জন্মদিন পালনের বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের ও দেশের বাইরের নানা স্থানে নেতাজির জন্মদিন পালনের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির শীর্ষে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো। যেখানে জাতীয় পতাকা ও স্বামী বিবেকানন্দের ছবি হাতে চলবে বিজেপির মিছিল। শ্রদ্ধা জানানো হবে বীর সন্ন্যাসীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!