এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার ভারতী প্রসঙ্গে মুখ খুললেন অধীর চৌধুরী

এবার ভারতী প্রসঙ্গে মুখ খুললেন অধীর চৌধুরী


ভারতী ঘোষ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে , বিস্ফোরক মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির। অধীর বাবু বলেন যে নিশ্চয়ই ভারতী দেবীর কাছে রাজ্য সরকার বিরোধী এমন কোনও তথ্য প্রমান আছে যার ওপর রাজ্য সরকারের অস্তিত্ব সঙ্কটের মুখে পরবে। মূলত সেই কারণেই ভারতী দেবী রাজ্য সরকারের বিরাগভাজন হয়েছেন। এদিন অধীর বাবু বলেন, “ভারতী ঘোষ আসলে ভারতী ব্যানার্জি। এতদিন বিরোধীদের খতম করতে তাঁকে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী। ভারতী ঘোষ নিশ্চয় এমন কিছু জানেন, যা তিনি বলে দিলে বিপদ হতে পারে। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়তে পারে বুঝে ভারতীকে সরিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। নোট বাতিলের সময় কলকাতা থেকে বাতিল নোট আনিয়ে কেজি কেজি সোনা কেনা হয়েছে। ১৮০ কেজি সোনা কেনাবেচা যখন হল, তখনও তো তৃণমূল সরকারই ছিল। তখন বাংলার প্রশাসন, সিআইডি কোথায় ছিল?”বাংলায় সি আই ডি আর প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রীর সততা ও স্বচ্ছতার প্রমাণ দিতে তিনি ভারতী কান্ডে সি বি আই তদন্তের আবেদন জানান ।এই নিয়ে তিনি বলেন, “সিআইডি-র প্রতি আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। মুখ্যমন্ত্রীকে যদি সত্যিই নিজের সততা ও স্বচ্ছতার প্রমাণ দিতে হয়, তাহলে তিনি ভারতী ঘোষের বিরুদ্ধে সিবিআই তদন্ত আর্জি জানান।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!