এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী লোকসভা নির্বাচনে কে হবেন নরেন্দ্র মোদির বিরোধী মুখ? তাৎপর্যপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রীর

আগামী লোকসভা নির্বাচনে কে হবেন নরেন্দ্র মোদির বিরোধী মুখ? তাৎপর্যপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশে জুলাই এর মঞ্চ থেকে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিল্লিতে গিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠক করার কাজ শুরু করেছেন তিনি। ২০২৪ এর লোকসভা নিবাচনের এখনো অনেকটা দেরি থাকলেও, এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন উঠেছে, আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কে হবেন বিরোধী জোটের মুখ? ভোটের আগেই কি এরকম কোন মুখকে সামনে আনা হবে? এ প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, পরিকল্পনা আগে থেকেই হওয়া দরকার।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে বেরিয়ে আসার পর গণমাধ্যমের সামনে তিনি জানিয়েছেন যে, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। নির্বাচনে জয়লাভের পর আসতেই হত তাঁকে। তাই তিনি এসেছেন। আবার, গতকাল একাধিক কংগ্রেস নেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে মুখ্যমন্ত্রীর। আজ সাক্ষাৎ হতে চলেছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন কেজরীলাল। এরপর মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে, এখন থেকেই কি তাঁরা বিরোধী মুখ ঠিক করে ফেলবেন?

এর উত্তরে তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনের এখনো দেরি আছে। তাও তিনি মনে করছেন পরিকল্পনা আগে থেকেই হওয়া দরকার। বিরোধী দলগুলোকে জোটবাঁধার যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি মনে করেন, তা সফল হবে? এ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, তাঁর মনে হয় এটা অটোমেটিক্যালি হবে। অর্থাৎ মোদি বিরোধী শক্তি এমনিতেই জোটবদ্ধ হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখন প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর বিরোধী মুখ হয়ে কি দাঁড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আম আদমি পার্টি, শিবসেনা, কংগ্রেসে, এনসিপির মতো দলগুলি কি তা মেনে নেবে? একাধিক রাজনৈতিক বিশ্লেষক জানাচ্ছেন যে, সম্প্রতি একের পর এক রাজ্যে যেভাবে ক্ষমতা দখল করছে বিজেপি। সে দিক থেকে বিচার করলে বাংলার ক্ষেত্রে তা করা সম্ভব হয়নি। শত চেষ্টা করেও ক্ষমতা দখল করতে পারে নি বিজেপি।

নিজের জয়ের ধারাকে অব্যাহত রাখতে পেরেছে তৃণমূল। আবার, একের পর এক রাজ্যে পর্যুদস্ত হতে হতে দুরবস্থায় এসেছে কংগ্রেস। আবার, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, মায়াবতী অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন। ক্রমশ বিজেপি শক্তিশালী হচ্ছে বিহারের মত রাজ্যেও। আবার বেশকিছু রাজ্যে অন্তর্দ্বন্দ্বে জীর্ণ হয়ে পড়েছে কংগ্রেস। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী মুখ হিসেবে মেনে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বিরোধী নেতৃত্বদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!