এখন পড়ছেন
হোম > জাতীয় > খুলে যাচ্ছে স্কুল, নয়া বিজ্ঞপ্তি এই রাজ্য সরকারের, স্বস্তির মাঝেও করোনা আতঙ্ক !জেনে নিন

খুলে যাচ্ছে স্কুল, নয়া বিজ্ঞপ্তি এই রাজ্য সরকারের, স্বস্তির মাঝেও করোনা আতঙ্ক !জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশে আনলক প্রক্রিয়ার পঞ্চম পর্যায় শুরু হয়ে গেছে গত মাস থেকেই। সেইসঙ্গে দেশবাসীকে নিউ নরমালে ফেরাতে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্র। যদিও পর্যটন কেন্দ্রের কথা মাথায় রেখে দূরপাল্লার ট্রেন এবং ডোমেস্টিক ফ্লাইটগুলি চালু করা হয়েছে, তবুও ইতিমধ্যেই লোকাল ট্রেন সম্পর্কিত কোনো তথ্যই সামনে আসেনি কেন্দ্র সরকারের তরফে।

তবে এরই মধ্যে সম্প্রতি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ু সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, লকডাউনে দেশের কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে শিক্ষাব্যবস্থাতেও বড় রকমের ধাক্কা লেগেছিল বলেই দেখা গেছে। লকডাউনের শুরু থেকেই শিক্ষাব্যবস্থা একেবারে বসে গেছে।

যদিও এরই মধ্যে অনলাইনে ক্লাস নেওয়া থেকে শুরু করে ফাইনাল বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা অনলাইনে নেওয়া হয়েছে, তবুও শিক্ষাব্যবস্থা এভাবে চলতে পারে না সে কথা আগেই বলেছিলেন শিক্ষাবিদরা। বস্তুত শিক্ষক স্টুডেন্ট কেউই এমন পরিস্থিতিতে পড়া বা পড়ানো কোনটার সঙ্গেই সহজাত নয়, সেকথা আগেই মনে করা হয়েছিল।

তাই পূর্ব পর্যায়ে কবে ফেলা যায় সেই নিয়ে আসায় ছিলেন অনেকেই। আর এমন পরিস্থিতিতে তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্ত নতুন আশা দেখাচ্ছে সে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে। সম্প্রতি তামিলনাড়ু সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ক্লাস নাইন থেকে শুরু করে উচ্চতর ক্লাস এবং কলেজ পড়ুয়াদের জন্য স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬০৮ জন। সেইসঙ্গে মৃত্যু হয়েছে ৩৮ জনের। ফলত এখনও অবধি তামিলনাডুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭.২২ লক্ষ। সেইসঙ্গে রাজ্যজুড়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৯১ জন মানুষের।

তবে এরই মধ্যে কাল থেকে চেন্নাইয়ের কয়ম্বেদু সবজি বাজারে পাইকারি ফল বিক্রি আবার শুরু হবে বলে জানা গেছে। এছাড়া ১০ই নভেম্বর থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে বিভিন্ন থিয়েটার খুলতে পারে বলেও জানান হয়েছে। একই সঙ্গে ১০ তারিখ থেকেই খুলে যেতে পারে চিড়িয়াখানা, বিনোদন পার্কগুলি এবং জাদুঘরগুলিও।

এছাড়া, ধর্মীয় এবং সাংস্কৃতিক সমাবেশের ক্ষেত্রেও ১৬ই নভেম্বর থেকে অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে, বিয়ে বা শেষকৃত্যের মত অনুষ্ঠানের ক্ষেত্র ১০০ জন হাজির থাকতে পারেন বলেও জানানো হয়েছে। এরই সঙ্গে জিমও খোলার কথা জানানো হয়েছে বলেও জানা গেছে। এছাড়া সুইমিং পুল, বিচ, পর্যটন স্থানগুলি এখনই খোলা হচ্ছে না বলেই জানানো হয়েছে।

তবে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই সরকারি ভাবে সমস্ত সুরক্ষা বিধি মেনে চলতে বলা হয়েছে। সেখানে বারবার হাত স্যানিটাইজ করা, পাবলিক স্পেসে ফেস মাস্ক পরা, সোশ্যাল ডিসট্যান্সিং মানা, থার্মাল স্ক্যানার সহ একাধিক নিরাপত্তাবিধি মেনে চলতেও বলা হয়েছে বলেই জানা গেছে। অন্যদিকে নিয়মবিধি শিথিল করা হলেও কন্টেনমেন্ট জোনে কোনও রকম ছাড় মিলবে না বলেই জানানো হয়েছে তামিলনাড়ু সরকার তরফে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!