এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল মন্ত্রীই শুভ্রাংশুর বিজেপিতে যোগদান নিশ্চিত করছেন!!

তৃণমূল মন্ত্রীই শুভ্রাংশুর বিজেপিতে যোগদান নিশ্চিত করছেন!!


এযেন ভূতের মুখে রামনাম! মুকুল রায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর দাবী করেছিলেন তাঁর প্রাক্তন দলের বহু নেতা-কর্মীই তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং সময় হলেই তাঁরা শাসকদল ছেড়ে তাঁর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। তখন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ত্ব মুকুল-পুত্র শুভ্রাংশু রায়কে উদাহরণ হিসাবে সামনে রেখে বলেছিলেন, আগে মুকুল বাবু নিজের পুত্রকে তৃণমূল কংগ্রেস থেকে বার করে দেখান তারপরে অন্য নেতা-কর্মীদের কথা বলবেন। শুভ্রাংশু রায়ও দ্বর্থ্যহীন ভাষায় জানিয়েছিলেন তিনি আজ রাজনীতিতে যা পরিচয় পেয়েছেন সবই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, সুতরাং কোনো পরিস্থিতিতেই দল ছাড়বেন না।
কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের দাপুটে মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক যা বললেন তাতে নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল। জ্যোতিপ্রিয় বাবু আজ বলেছেন, বাবা-ছেলের লুকোচুরি খেলা শুরু হয়েছে। কিন্তু সেই খেলা ধরা পড়ে গিয়েছে মানুষের কাছে। মুকুল রায় দলে থেকেই বিজেপি-র সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। দল বুঝতে পেরে সাবধান করতেই তিনি পদ্মশিবিরে যোগ দিয়েছেন। মুকুল রায় ও শুভ্রাংশু রায় পরিকল্পনা করেই এই খেলা শুরু করেছিলেন। তিনি বিজেপিতে গিয়ে ছেলেকে তৃণমূলে রাখতে চেয়েছিলেন। এই ডুয়েল গেম ধরে ফেলেছেন রাজ্যের মানুষ। ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে শুভ্রাংশুর অনুপস্থিতিই অনেক কিছুই প্রমাণ করে দিয়েছে। বাবা-ছেলে পরিকল্পনা করেই এসব করে বেড়াচ্ছেন বলে এখন ক্রমশ সন্দেহ দৃঢ় হচ্ছে। কিন্তু তাঁদের এসব চক্রান্ত ধরা পড়ে গিয়েছে। বাংলার মানুষই তাঁদের যোগ্য জবাব দিয়ে দেবে। তার জন্য কয়েকটা দিন অপেক্ষা করে যান। উত্তর পেয়ে যাবেন মুকুল রায়, উত্তর পেয়ে যাবে বিজেপিও। আর এরপরেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, জ্যোতিপ্রিয় মল্লিকের এহেন মন্তব্যের শুভ্রাংশু রায়ের বিজেপিতে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। যদিও শুভ্রাংশু রায় নিজে এখনো এই নিয়ে কোনো প্রতিক্রিয়ায় জানাননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!