এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য নেতৃত্ত্বের বিরুদ্ধে ক্ষোভে ফুটছেন মুকুল রায়, কেন্দ্রীয় নেতৃত্ত্বের কাছে অভিযোগ

রাজ্য নেতৃত্ত্বের বিরুদ্ধে ক্ষোভে ফুটছেন মুকুল রায়, কেন্দ্রীয় নেতৃত্ত্বের কাছে অভিযোগ


ছন্দটা কি দ্রুত কাটতে চলেছে? মুকুল রায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানের পরেই একটা সামান্য বিতর্ক শুরু হয়েছিল যে তাঁকে রাজ্যনেতৃত্ত্বের একটা বড় অংশ দলে চাইছেন না, তিনি দলে এলে সেই অংশটি উল্টে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। কিন্তু রানী রাসমণি রোডের জনসভায় সেই সব বিতর্ক উড়িয়ে বিজেপির ঐক্যের ছবিই স্পষ্ট করেছিলেন রাজ্যনেতারা। উল্টে বিজেপি ত্যাগের খবর প্রকাশ করায় কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘মিথ্যা রটানোর’ দায়ে করা হয়েছিল এফআইআর। কিন্তু আজ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে প্রকাশিত খবরে দাবী করা হয়েছে, উপরে উপরে প্রলেপ দেওয়া ঐক্য চললেও ভিতরে ভিতরে ক্ষোভ ও অভিযোগের ফল্গু বয়ে যাচ্ছে। ওই রিপোর্টে দাবী করা হয়েছে
১. মুকুল রায় দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বকে বলেছেন, তিনি মুখ্যমন্ত্রীর ভাইপোর বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত বোমা ফাটিয়েছেন, অথচ তাকে হাতিয়ার করে পথে নামার ব্যাপারে তেমন উত্‍সাহী নয় রাজ্য বিজেপি
২. রাজ্য বিজেপির একাংশ বিষয়টিকে মুকুল রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সংঘাত বলে এড়িয়ে যাচ্ছেন
৩. দলের এই মনোভাবে অত্যন্ত ক্ষুব্ধ মুকুল রায়
৪. যে ভাবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুল বাবুর সঙ্গে কথা না বলেই তাঁর ছেলে শুভ্রাংশুর বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্য করেছেন, তাতেও অসন্তোষ জানিয়েছেন তিনি
৫. কেন্দ্রীয় নেতৃত্ত্বের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর লেনে এখনও তাঁকে কোনও ঘর দেওয়া হয়নি
৬. রাজ্যে তাঁকে কী করতে হবে, তা নিয়ে দিশাহীন তিনি
৭. সামনেই উলুবেড়িয়ায় লোকসভা সহ মোট তিনটি উপনির্বাচন, সেখানে তাঁকে কি কাজ করতে হবে সে ব্যাপারে এখনো কিছু জানেন না তিনি

যদিও ওই একই রিপোর্টে বলা হয়েছে এসব নিয়ে ‘প্রকাশ্যে’ কিছু বলেননি। আর তাই প্রশ্ন থেকে যাচ্ছে এই খবরের সূত্র বা সত্যতা নিয়ে যা ওই রিপোর্টে কোথাও জানানো হয় নি। প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণভাবে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!