এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘পুরোনোদের মর্যাদা’ দেওয়ার ফর্মুলাতেই মুর্শিদাবাদে তৃণমূলের নতুন সভাপতি নির্বাচন

‘পুরোনোদের মর্যাদা’ দেওয়ার ফর্মুলাতেই মুর্শিদাবাদে তৃণমূলের নতুন সভাপতি নির্বাচন

দিন কয়েক আগে প্রয়াত হন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কংগ্রেসের প্রাক্তন সাংসদ মান্নান হোসেন। আর তাঁর মৃত্যুর পর তীব্র হয়ে ওঠে কে পাবেন এই দলীয় মর্যাদার পদ এই নিয়ে জল্পনা। দলের শীর্ষ নেতৃত্ত্বের স্নেহের পাত্র মান্নান পুত্র সৌমিক হোসেন ও মন্ত্রী জাকির হোসেন ছিলেন এই পদের প্রবল দাবিদার। কিন্তু ‘পুরোনোদের যথাযথ মর্যাদা’ দেওয়ার ফর্মুলায় এঁদেরকে পিছনে ফেলে শুক্রবার মুর্শিদাবাদ জেলার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী সভাপতি হিসেবে সুব্রত সাহার নাম ঘোষণা করেন। যদিও একই সঙ্গে গুরুত্ব বোঝাতে রাজ্যের মন্ত্রী জাকির হোসেন এবং তৃণমূল যুব সংগঠনের সাধারণ সম্পাদক সৌমিক হোসেনকে মুর্শিদাবাদ জেলার কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের ধারণা এই করে একঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করল তৃণমূল কংগ্রেস। প্রথমত ‘পুরোনো কর্মীদের যথাযোগ্য সম্মান’ এর ব্যাপারটা যেমন সামনে আনা গেল অন্যদিকে সুব্রতবাবুকে ‘মাথায়’ বসানোয় জাকির হোসেন ও সৌমিক হোসেনের মত দুই তরুণ তুর্কি নেতার নেতার যদি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তাকেও নিয়ন্ত্রণ করা গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!