মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়লেন বিজেপি সাংসদ জাতীয় বিশেষ খবর December 8, 2017 গুজরাট ভোটের ঠিক আগেরদিন বড় ধাক্কা বিজেপি শিবিরে। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ নানা পাটোল। ২০১৪ এর লোকসভা ভোটে তিনি এনসিপির হেভিওয়েট প্রার্থী প্রফুল্ল প্যাটেলকে হারিয়ে ভাণ্ডার-গোণ্ডিয়া থেকে তিনি বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হন। কিন্তু এরপর প্রধানমন্ত্রীর নেওয়া একের পর এক সিদ্ধান্ত জনবিরোধী বলে মনে করেছেন তিনি। শুধু তাই নয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ তথা সেখানকার বিজেপি সরকারের প্রতিও তাঁর ক্ষোভ কম নয়। আজ এক দীর্ঘ চিঠিতে নিজের ক্ষোভের কথা লিখে বিজেপি থেকে পদত্যাগ করেন। তিনি তাঁর চিঠিতে প্রথমে মহারাষ্ট্রের কৃষকদের ঋণ মকুব না করা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। তারপরে তিনি প্রধানমন্ত্রী মোদীকে নোট বাতিল নিয়েও একহাত নিয়েছেন। তিনি উল্লেখ করেছেন নোট বাতিলের ফলে হাজার হাজার লোকে কাজ হারিয়েছে, শুধু তাই নয় এরফলে সাধারণ মানুষের টাকা বকলমে পৌঁছে দেওয়া হয়েছে বেসরকারি ব্যাঙ্কের হাতে। যার মাধ্যমে দেশের মানুষকে আসলে প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলায় বাহুল্য গুজরাটের হাই ভোল্টেজ নির্বাচনের ঠিক আগের দিন এই পদত্যাগ বোমায় বেশ কিছুটা ব্যাকফুটে কেন্দ্রের শাসকদল। আপনার মতামত জানান -