এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ঠিক হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনে বাংলায় বিজেপির প্রচারমুখ, তালিকায় বড় চমক

ঠিক হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনে বাংলায় বিজেপির প্রচারমুখ, তালিকায় বড় চমক

বাংলায় আসন্ন পঞ্চায়েত ভোট, আর সেই নির্বাচনকে যথেষ্টই গুরুত্ত্ব দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ত্ব। আর পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলের আশায় ঠিক হয়ে গেল নির্বাচনের প্রচারমুখ। এই দায়িত্ত্ব পাচ্ছেন মূলত চারজন – সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায় ও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। দলের কোনো পদে না থেকেও মুকুল রায় দায়িত্ত্ব পেলেও আশ্চর্যরকমভাবে বাদ পড়েছেন বাবুল সুপ্রিয়, রূপা গঙ্গোপাধ্যায় ও শমীক ভট্টাচার্যের মতো নেতানেত্রী।
আর এই প্রচারমুখ সামনে আসতেই ফিসফাস শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। যেকোনো রাজ্যের বড় কোনো নির্বাচনে যাঁরা দায়িত্ত্ব পান তাঁরাই থাকেন ফোকাসে, আর বাকিরা ক্রমশ হয়ে পড়েন ব্রাত্য – এটাই বিজেপির দস্তুর। যেমন গুজরাট নির্বাচনে গুজরাটের সাংসদ হওয়া সত্ত্বেও প্রচারের দায়িত্ত্বে নেই লালকৃষ্ণ আদবানির মত নেতা। আর তাই বাংলায় সুবক্তা হিসেবে পরিচিত শমীক ভট্টাচার্য, বাংলায় পদ্ম ফোটানোর অন্যতম কারিগর বাবুল সুপ্রিয় বা লড়াকু নেত্রী হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া রূপা গঙ্গোপাধ্যায় পিছনের সারিতে চলে যাওয়ায় রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা সুকৌশলে বঙ্গ বিজেপিতে ক্ষমতা হস্তান্তরটা হয়েই গেল। মুকুল রায়ের কথা মত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ‘ফাইট’ দিতে পারলেই – এই চারমূর্তিতে ভরসা রেখে আগামীদিনে পথ চলবে বিজেপি, এঁরাই হতে চলেছেন বঙ্গ বিজেপির শেষ কথা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!