মুখ্যমন্ত্রীর জরুরি তলব সবাইকে, তবে কি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছেন নেত্রী ? রাজ্য December 8, 2017 পঞ্চায়েত ভোটের তারিখ এখনো পর্যন্ত ঠিক না হলেও এই ভোটে নিজের ঝুলি পূর্ণ করার জন্য প্রত্যেক রাজনৈতিক দলই এখন কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে ।পিছিয়ে নেই তৃণমূলও। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৫ ডিসেম্বর, শুক্রবার দলের সব মন্ত্রী, বিধায়ক, এমপি এবং জেলা পরিষদগুলির সভাপতিদের সাথে বৈঠক করতে চেয়ে তাদের উপস্থিত থাকবার নির্দেশ দিয়েছেন।তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্যসভা ও লোকসভার সদস্যরা।আর ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের উন্নয়নের খতিয়ান তুলে ধরার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব মেটানোর ও কড়া আদেশ দিতে পারেন তিনি। শোনা যাচ্ছে এদিন দলের প্রয়াত এমপি সুলতান আহমেদের মৃত্যুতে শোক জ্ঞাপন করতে পারেন। তৃণমূলের অনেকাংশের মতে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পঞ্চায়েত ভোট হতে পারে। তাই ভোটের জন্য এক ইঞ্চি জমিও কাউকে ছাড়তে রাজি নন নেত্রী। তাই এই প্রচার কর্মসূচি। ইতি মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের প্রশাসনিক বৈঠক শেষ করেছেন এবং তার আগামী পরিকল্পনানুযায়ী তিনি পরের সপ্তাহে বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অধিবেশন করতে চলেছেন।এছাড়াও ভোটের দিনক্ষণ ঘোষিত হলেই নানান রাজনৈতিক সভা শুরু করবে তৃণমূল এমনটাই জানা যাচ্ছে । আপনার মতামত জানান -