এখন পড়ছেন
হোম > জাতীয় > মামলাতেই থেমে না থেকে আরো বড় লড়াইয়ে মুখ্যমন্ত্রীকে টেনে নিয়ে গেলেন মুকুল রায়

মামলাতেই থেমে না থেকে আরো বড় লড়াইয়ে মুখ্যমন্ত্রীকে টেনে নিয়ে গেলেন মুকুল রায়


‘ফোন ট্যাপিং’ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেই ক্ষান্ত নন মুকুল রায়, এবার তিনি এ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসেও লিখিত অভিযোগ দায়ের করলেন আজ। ফলে স্বভাবতই আরো অস্বস্তিতে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার, কারণ এই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বড়সড় পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। প্রসঙ্গত মুকুলবাবুর করা মামলা দিল্লি হাইকোর্ট গ্রহণ করেছে এবং আগামী ২০ নভেম্বর অর্থাত্‍ সোমবার এই মামলার শুনানি হবে।
মুকুল রায় অভিযোগ জানান, বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁর প্রতিটি নম্বরেই আড়িপাতা হচ্ছে। এ জিনিস সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই পর্বেও বামফ্রন্ট সরকার করেনি। কিন্তু তৃণমূল সরকার সেই গর্হিত কাজটাই করে যাচ্ছে দিনের পর দিন। এমনকি এই ব্যাপারে তিনি প্রকারন্তরে রাজ্যের মন্ত্রীদেরও জড়িয়ে দিলেন। তিনি জানান, এব্যাপারে রাজ্যের যে কোনও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে প্রকাশ্যে না হলেও বাইরে এই ঘটনার সত্যতা স্বীকার করবেন খোদ শাসকদলের মন্ত্রীরাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!