এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জল্পনা বাড়িয়ে হঠাৎ করেই ‘মৌন’ মুকুল রায়! রাজনৈতিক ‘ভূমিকম্পের’ অপেক্ষায় বঙ্গ-রাজনীতি?

জল্পনা বাড়িয়ে হঠাৎ করেই ‘মৌন’ মুকুল রায়! রাজনৈতিক ‘ভূমিকম্পের’ অপেক্ষায় বঙ্গ-রাজনীতি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনৈতিক চাণক্য হিসেবে পরিচিত তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ঘর করে কোথায় কাকে কিভাবে কাজে লাগাতে হবে, তা খুব ভালো করেই জানেন মুকুল রায়। বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। আর বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূল ভাঙার কাজ শুরু করে দেন মুকুলবাবু।

একের পর এক হেভিওয়েট নেতা, বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বিজেপিতে যোগদান করার প্রক্রিয়া তার হাত দিয়ে শুরু হয়। যার ফলে তৃণমূলের মত বিজেপির অন্দরেও তাকে চাণক্য বলে অভিহিত করা হয়। তবে লোকসভা নির্বাচনে বিজেপিকে 18 টা আসন পাইয়ে দেওয়া হোক, কিংবা তৃণমূল ভাঙিয়ে অন্যান্যদের আনা, এত কিছু করা সত্ত্বেও বিজেপিতে সেভাবে গুরুত্ব পাননি মুকুল রায়।

সম্প্রতি করোনা ভাইরাসের কারণে লকডাউন প্রক্রিয়া শুরু হয়েছে। যার মধ্যে সেভাবে দেখা যায়নি মুকুল রায়কে। তবে কিছুদিন আগেই অমিত শাহের ডাকে দিল্লি থেকে ঘুরে এসেছেন তিনি। বর্তমানে লকডাউন প্রক্রিয়া কিছুটা শিথিল হওয়ায় সমস্ত রাজনৈতিক দল ময়দানে নেমে পড়তে শুরু করেছে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সময় যে মুকুল রায় কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেন এবং দাবি করতেন যে, 2021 এই সরকারের পতন অবশ্যম্ভাবী, সেই মুকুল রায়ের গলায় এখন সেভাবে তৃণমূল বিরোধিতার কথা শোনা যাচ্ছে না। যা নিয়ে নানা মহলে শুরু হয়েছে জল্পনা। অনেকেই দাবি করছেন, তাহলে কি এবার মুকুল রায় বিজেপিতে গুরুত্ব না পেয়ে জার্সি বদল করতে চলেছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার কি ফিরতে চলেছেন তাঁর প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে? দেখা গেছে, অমিত শাহর নির্দেশ পাওয়ার পর কিছুটা হলেও ময়দানে নেমেছেন মুকুল রায়। বিভিন্ন জায়গায় সভায় অংশগ্রহণ করছেন। কিন্তু সাংবাদিকদের তরফে তৃণমূলের নানা আচরণ নিয়ে তাকে প্রশ্ন করা হলেও, সেভাবে সমস্ত প্রশ্নকে কার্যত এড়িয়েই যাচ্ছেন বঙ্গ বিজেপি চাণক্য। আর এতে অনেকের মনেই জল্পনা বাসা বাঁধতে শুরু করেছে, তাহলে হয়ত বিজেপিতে গুরুত্ব না পেয়ে এবার বিকল্প চিন্তা ভাবনা শুরু করেছেন মুকুল রায়।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মুকুল রায় মুখে বলেন না। কাজে করে দেখান। তাই বর্তমানে যখন 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি ময়দানে নামছে, ঠিক তখনই মুকুলবাবু কার্যত নীরব ভূমিকা পালন করছেন। অর্থাৎ তিনি চুপ করে থেকে তার আসল কাজে মনোযোগ দিয়েছেন বলে মনে করছে একাংশ।

অনেকে এটাও বলছেন, ইতিমধ্যেই তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধি মুকুলবাবুর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। তারা প্রত্যেকেই চাইছেন, তারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে। কিন্তু এক্ষেত্রে মুকুল রায় সময়ের উপর সকলকে ভরসা করতে বলছেন। তাই তার আচরণ নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে নানা জল্পনা সৃষ্টি হলেও, পরিস্থিতি বুঝে নিতে চাইছেন বিজেপির এই হেভিওয়েট নেতা।

তাই তৃণমূলের বিরুদ্ধে মুকুল রায় মুখ খুলছে না বলে সমালোচক মহলের একাংশ তার দলবলের জল্পনা উসকে দিলেও, এই ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ মুকুল রায়। বিজেপির এই হেভিওয়েট নেতার অনুগামীদের দাবি, দাদা সময়ে সঠিক কাজ করবেন। একটু অপেক্ষা করুন। অনেক চমক আসছে। আর মুকুলবাবুর অনুগামীদের এই মন্তব্যে এখন রাজনৈতিক মহলে আরও শোরগোল পড়ে গিয়েছে।

তাহলে কি নীরবে বঙ্গ রাজনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করবেন বিজেপি নেতা মুকুল রায়? আর তাই এখন কার্যত নীরব থেকে ভবিষ্যতের জন্য বাড়তি কোনো চমক তুলে রাখতে চাইছেন তিনি? তার পরবর্তী গেম প্ল্যান কি? কোন পথে এগোতে চাইছেন মুকুল রায়! এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!