এখন পড়ছেন
হোম > রাজ্য > বিশ বাঁও জলে বিজেপির রথযাত্রা, সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ, কি বললেন দিলীপ ঘোষ

বিশ বাঁও জলে বিজেপির রথযাত্রা, সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ, কি বললেন দিলীপ ঘোষ


গতকাল দীর্ঘ টালবাহানার পর কলকাতা হাইকোর্টে বিচারপতি তপোব্রত চক্রোবর্তীর সিঙ্গল বেঞ্চ রায় দেয় যে বিজেপির প্রস্তাবিত রথযাত্রা হতে পারে শর্তসাপেক্ষে। কিন্তু, সেই রায়দানের সাথেসাথেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

আর এদিন রাজ্যের করা মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে বিজেপির রথযাত্রা মামলাটি ফের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ঘরে পাঠালেন।

হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ আইনি লড়াই চলতে থাকবে। আমরা এবার রাস্তায় নেমে আন্দোলন করব। ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে আন্দোলন হবে। এটা সিরিয়াল প্রোগাম ছিল। বিকল্পভাবনা রয়েছে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও বলেন, “আমাদের মনোবল অটুট আছে। আমাদের বিকল্প রাস্তা ভাবাও আছে। বাকি কার্যসূচি আইন অমান্য, জেলায় জেলায় সভা হচ্ছে। আমাদের উদ্দেশ্য মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরা। যেদিন কোর্ট অনুমতি দেবে সেদিন রথযাত্রা করবো।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!