এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুই পুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের প্রসঙ্গে বক্তব্য রাখলেন শিশির অধিকারী

দুই পুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের প্রসঙ্গে বক্তব্য রাখলেন শিশির অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি সরকারি ত্রাণ লুঠের অভিযোগে অধিকারী পরিবারের দুই সদস্য শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের করা হয়েছে কাঁথি থানায়। অভিযোগ উঠেছে, নিজেদের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে যশ পরবর্তীকালে সরকারি ত্রাণের ত্রিপল লুঠ করেছেন তাঁরা। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। তিনি জানালেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কাঁথির সাংসদ শিশির অধিকারী অভিযোগ করেছেন যে, নারদ কান্ডে রাজ্যের মন্ত্রী সহ শাসকদল তৃণমূলের নেতাদের গ্রেফতার করার পাল্টা প্রতিশোধ হিসেবে তাঁর দুই ছেলেকে হেনস্থার চেষ্টা করা হচ্ছে। তিনি জানালেন, ভোররাতে মন্ত্রীদের তুলে আনা হয়েছিল। তাই এবার শুভেন্দু অধিকারীর ভাইকেও তুলে নেয়া হবে। তিনি জানান, তাঁদের কপালে যে দুর্ভোগ আছে, সে দুর্ভোগ সইতে রাজি আছেন তিনি।

শিশির অধিকারী অভিযোগ করেছেন যে, তৃণমূল দলকে তাঁরা শক্তিশালী করেছিলেন, এখন তার পুরস্কার পাচ্ছেন তাঁরা। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, নিজেদের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সরকারি ত্রিপল শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী পুরসভার এক কর্মীকে দিয়ে লুঠ করিয়েছেন। এ প্রসঙ্গে শিশির অধিকারী জানান, সেখানে কোন কেন্দ্রীয় বাহিনী ছিল না। তাছাড়া, যে ত্রিপল চুরির অভিযোগ উঠেছে, তা পুরসভার ত্রিপল নয়। তিনি জানালেন, এর বিরুদ্ধে আইনি মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন। আদালতে বিষয়টি দেখা যাবে, বাইরে বলে কোন লাভ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!