এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন তৃণমূল ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী? এক খোলা চিঠি লিখে দিলেন তার স্পষ্ট জবাব

কেন তৃণমূল ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী? এক খোলা চিঠি লিখে দিলেন তার স্পষ্ট জবাব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। দলের এক সময়ের দাপুটে নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রচেষ্টায় রাজ্যের নানা স্থানে বিকশিত হয়েছিল ঘাসফুল। তৃণমূল দলের সঙ্গে তাঁর ২১ বছরের সম্পর্ক। তবে, কেন তিনি এই সম্পর্কের ইতি টানলেন? কেনই বা দল ছেড়ে দিলেন? এর উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে লিখেছেন তিনি এক খোলা চিঠি। যে চিঠিতে তিনি জানিয়েছেন যে, পচন ধরে গিয়েছে তৃণমূল দলে। গত ১০ বছরে দলের কোনো পরিবর্তন হয়নি। তিনি অভিযোগ করেছেন যে, ব্যক্তিগত স্বার্থে এখন চলছে তৃণমূল দলটি।

প্রসঙ্গত, আজ বিজেপিতে যোগদানের ঠিক প্রাকমুহুর্তে তৃণমূল দলের পুরোনো কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে চার পাতার একটি খোলা চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। কেন তিনি তৃণমূল দল ছেড়ে দিয়েছেন? তাই এই চিঠির মধ্যে তিনি স্পষ্ট করে দিয়েছেন। এই চিঠিতে তিনি অভিযোগ করেছেন যে, তিনি চেষ্টা করেও ১০ বছরের মধ্যে দলের কোনো পরিবর্তন করতে পারেননি, দলের কোনো উন্নতি করতে পারেন নি। তিনি অভিযোগ করেছেন যে, তৃণমূল দলের প্রতিষ্ঠাতা সদস্যরাই এখন দলে কোণঠাসা হয়ে পড়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই চিঠিতে তিনি জানিয়েছেন যে, দলের নিচু তলার কর্মীরা একটু একটু করে এই দল তৈরি করেছেন। কিন্তু যারা এই দল তৈরি করেছেন, আজ তারাই দলে গুরুত্বহীন হয়ে পড়েছেন। ব্যক্তিগত স্বার্থটাই দলে প্রাধান্য পেয়েছে। এরপরই তিনি লিখেছেন, ” রাজ্যের মানুষকে ঠিক করতে হবে, তাঁরা কী করবেন। আজ আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রাজ্যের উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিতে হবে। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ১০ বছর ক্ষমতায় থাকার পর দুয়ারে সরকারের মতো প্রকল্প নিতে হচ্ছে! আমাদের একসঙ্গে নতুন পথে হাঁটতে হবে। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তিন দশক আগে যে আদর্শের লড়াই শুরু করেছিলাম, তা চালিয়ে যাব। ” এভাবেই পূর্ব দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!