এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কবে ঘোষণা হবে বিজেপির বাকি প্রার্থী তালিকা? জরুরি বৈঠকে সংসদীয় বোর্ড!

কবে ঘোষণা হবে বিজেপির বাকি প্রার্থী তালিকা? জরুরি বৈঠকে সংসদীয় বোর্ড!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভোট ঘোষণার সাত দিনের মাথায় রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে নিজেদের প্রথম পর্বের কাজ এগিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। শুরু হয়ে গিয়েছে প্রচার। তবে বিজেপি এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। বরঞ্চ প্রথম দুই দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে নীরবতা পালন করতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে, এখন সেটাই অনেকের কাছে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে আগামী 13 মার্চ দিল্লিতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে বসতে চলেছে বলে খবর। জানা গেছে, বিগত তিনদিন ধরে বিজেপির পক্ষ থেকে টানা বৈঠক করা হয়েছে।

যেখানে জেলা এবং জোন স্তরের নেতাদের সঙ্গে আলোচনার পর কোন বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তার ব্যাপারে একটা খসড়া তালিকা তৈরি করেছে রাজ্য বিজেপি। আর সেই তালিকা নিয়েই নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আর তারপরেই সেখান থেকে চূড়ান্ত নাম বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এই তালিকা পাঠানো হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আগামী 13 মার্চ কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সংসদীয় বোর্ডের বৈঠক হবে। আর তারপরই পরবর্তী ছয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে ভারতীয় জনতা পার্টি বলে দাবি বিশেষজ্ঞদের। পর্যবেক্ষকদের দাবি, বিজেপির পক্ষ থেকে প্রথম দুই দফার প্রার্থী তালিকা প্রকাশ করে মাস্টারস্ট্রোক দেওয়া হয়েছিল।

কিন্তু আর প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। সেদিক থেকে তৃণমূল কংগ্রেস অনেক আগেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। যার ফলে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা না করায় তাদের সঠিক মুখ নেই বলে অভিযোগ করতে শুরু করেছে একাংশ। আর এই পরিস্থিতিতে দ্রুত সংসদীয় বোর্ডের বৈঠকের পর প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!