এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আজই মনোনয়নপত্র জমা শুভেন্দুর, সকালেই মন্দিরে পুজো!

আজই মনোনয়নপত্র জমা শুভেন্দুর, সকালেই মন্দিরে পুজো!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রাম বিধানসভা এখন রাজ্য রাজনীতির সবথেকে বেশি চর্চার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই যেন চোখে পড়ার মত। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পায়ে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। যার ফলে রীতিমত কৌতুহল রয়েছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে।

সূত্রের খবর, ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রথমে নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পূজা দেবেন তিনি। পরবর্তীতে বেলা 11 টার সময় হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যাবেন তিনি। আর শুভেন্দু অধিকারীর এই মনোনয়নপত্র জমা দেওয়ার মূহুর্তে সেখানে থাকতে পারেন বিজেপি কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি এবং বাবুল সুপ্রিয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে এই নন্দীগ্রাম। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পাওয়ার পরই চক্রান্তের অভিযোগ তুলে রাজ্যজুড়ে আন্দোলনে নামতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন নন্দীগ্রামের ভূমিপুত্র তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে আজ দিনভর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে নন্দীগ্রাম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!